Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pariksha Pe Charcha: এগিয়ে এসেছে পরীক্ষা? পড়ুয়ার চাপ কমাতে এবার বিশেষ টিপস দেবেন মোদী

Pariksha Pe Charcha: তবে পরীক্ষা কিন্তু একা আসে না। পড়ুয়ার জীবনে সে নিয়ে আসে হাজার চিন্তা আর নার্ভাসনেস। তাই পরীক্ষার্থীদের চাপ কমাতে অষ্টম 'পরীক্ষা পে চর্চা' অনুষ্ঠানের ঘোষণা করে দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

Pariksha Pe Charcha: এগিয়ে এসেছে পরীক্ষা? পড়ুয়ার চাপ কমাতে এবার বিশেষ টিপস দেবেন মোদী
প্রতীকী ছবিImage Credit source: Sakib Ali/HT via Getty Images
Follow Us:
| Updated on: Feb 06, 2025 | 6:33 PM

নয়াদিল্লি: কেউ কেউ বলেন, মাধ্যমিক জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। কেউ আবার দ্বিমত রেখে বলেন, না! শুধু মাধ্য়মিক নয়। উচ্চ মাধ্যমিকও জীবনের একটা বড় পরীক্ষা। তবে একাংশের শিক্ষাবিদদের মত কিন্তু অন্য রকম। তারা বলেন, একজন পড়ুয়ার কাছে জীবনের প্রতিটা পরীক্ষাই একটা বড় পরীক্ষা। কারণ, সেই পরীক্ষাতে উত্তীর্ণ হলে তবেই আগামী পর্যায়ের দিকে এগিয়ে যেতে পারবে সে।

তবে পরীক্ষা কিন্তু একা আসে না। পড়ুয়ার জীবনে সে নিয়ে আসে হাজার চিন্তা আর নার্ভাসনেস। তাই পরীক্ষার্থীদের চাপ কমাতে অষ্টম ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানের ঘোষণা করে দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

এদিন নিজের এক্স হ্যান্ডেল সাবেক টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করে তিনি জানান, ‘পরীক্ষার মরসুম এসে গিয়েছে। আর সেই সূত্র ধরেই একটু নতুন স্বাদে এসে গিয়ে ভিন্ন ধরণের অনুষ্ঠান পরীক্ষা পে চর্চা। পরীক্ষার্থীদের টেনশন মুক্ত করতে বিশেষ টিপস দেবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১০ই ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে শুরু হবে এই অনুষ্ঠান।’

তাঁর আরও দাবি, ‘সময়ের সঙ্গে আগের তুলনায় অনেকটাই জনপ্রিয়তা বেড়েছে এই অনুষ্ঠানের। বছর বছর দেশের কোটি কোটি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা যোগ দিয়েছেন এই অনুষ্ঠানে। চলতি বছরেও ৩.৫ কোটি অভিভাবক, পরীক্ষার্থী ও শিক্ষকরা ইতিমধ্য়ে রেজিস্ট্রেশন করেছেন এই অনুষ্ঠানের জন্য।’

উল্লেখ্য, জানা গিয়েছে, চলতি বছরে একটু ভিন্ন স্বাদেই আয়োজন হয়েছে ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানের। দিল্লির ভারত মণ্ডপমে আয়োজন হবে এই অনুষ্ঠান। আর তাতে উপস্থিত থাকবেন বহু তারকাই। প্রশাসনিক সূত্রে খবর, সদগুরু, দীপিকা পাড়ুকোন, বিক্রান্ত মাসি, ভূমি পেডনেকর, মেরি কম, টেকনিক্যাল গুরুজি, রাধিকা গুপ্ত, অবনী লেখারা, রুজুতা দিভেকর, সোনালি সব্রবাল, ফুডফার্মারকে দেখা যাবে চলতি ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানে।