Asaduddin Owaisi : আমরাই বেশি কন্ডোম ব্যবহার করি : ওয়েইসি

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Oct 09, 2022 | 4:31 PM

Asaduddin Owaisi : সম্প্রতি জনসংখ্যা বৃদ্ধি নিয়ে একটি মন্তব্য করেছিলেন আরএসএস প্রধান মোহন ভগবত। তার পাল্টা জবাবেই আসাদউদ্দিন ওয়েইসি জানিয়েছেন, দেশে মুসলিমদের জনসংখ্যা কমছে।

Asaduddin Owaisi : আমরাই বেশি কন্ডোম ব্যবহার করি : ওয়েইসি
ছবি সৌজন্যে : টুইটার

Follow Us

হায়দরাবাদ: সম্প্রতি জনসংখ্যা বৃদ্ধি নিয়ে একটি মন্তব্য করেছিলেন আরএসএস প্রধান মোহন ভগবত। এবার তাঁর সেই মন্তব্যের পাল্টা জবাব দিলেন হায়দরাবাদের সাংসদ তথা অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) প্রধান আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi)। তিনি এদিন বলেন, দেশে মুসলিমদের জনসংখ্যা বাড়ছে না। এর পাশাপাশি তিনি দাবি করেছেন, দেশের মুসলিমরাই সবথেকে বেশি কন্ডোম ব্যবহার করেন।

ওয়েইসি হায়দরাবাদের একটি জনসভার ভিডিয়ো টুইট করেন। সেই ভিডিয়োতেই এআইএমআইএম প্রধানকে বলতে শোনা যায়, ‘মুসলিমদের জনসংখ্যা বাড়ছে না। বরং তা কমছে। দুই সন্তানের মধ্যে বয়সের ব্যবধানও মুসলিমদের মধ্যে বৃদ্ধি পাচ্ছে। কারা সবথেকে বেশি কন্ডোম ব্যবহার করেন? আমরা। মোহন ভগবত এই বিষয়ে কিছু বলবেন না।’ প্রসঙ্গত, এর আগে বিজয়া দশমীর এক বক্তৃতায় আরএসএস প্রধান মোহন ভগবত দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইনের পক্ষে সওয়াল করেছিলেন। তিনি বলেছিলেন, ‘ধর্মের ভিত্তিতে জনসংখ্যার ভারসাম্য নষ্ট হলে ভৌগোলিক সীমানা পরিবর্তন হয়ে যেতে পারে। জনসংখ্যা নিয়ন্ত্রণ ও ধর্মভিত্তিক জনসংখ্যার ভারসাম্য গুরুত্বপূর্ণ বিষয়। তাই এই ইস্যুগুলিকে কোনওভাবেই অগ্রাহ্য করা যায় না। দেশের স্বার্থে একটি সামগ্রিক জনসংখ্যা নীতি গ্রহণ করা প্রয়োজন। সেই নীতি সবার ক্ষেত্রে সমানভাবে কার্যকর হওয়া উচিত।’

আর ভগবতের এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন ওয়েইসি। একটি জনসভা থেকে শনিবার তিনি বলেন, দেশে মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে না। বরং উল্টোটাই হচ্ছে। তিনি একটি নথি পেশ করে বলেছেন, ‘আমি আপনাদের সামনে তথ্য পেশ করছি। কেন্দ্রের তথ্য বলছে, দেশে মুসলিমদের জন্মহার কমেছে ২ শতাংশ।’

Next Article