AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জেলের মধ্যেই করোনা আক্রান্ত আসারাম বাপু, ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন স্বঘোষিত ‘গডম্যান’

ধর্ষণে অভিযুক্ত আসারামকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ১৬ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।

জেলের মধ্যেই করোনা আক্রান্ত আসারাম বাপু, ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন স্বঘোষিত 'গডম্যান'
যোধপুরের এমজি হাসপাতালে ভর্তি আসারাম
| Updated on: May 07, 2021 | 6:37 AM
Share

যোধপুর: দিন দুয়েক আগে জেলের অন্দরেই করোনা আক্রান্ত হন স্বঘোষিত ‘গডম্যান’ আসারাম বাপু। পরে শ্বাসকষ্ট শুরু হওয়ায় তাঁকে ভর্তি করা হয় যোধপুর হাসপাতালের আইসিইউ-তে। আআতত হাসপাতালে তিনি ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার এই খবর প্রকাশ করেছে জেল কর্তৃপক্ষ।

ওই একই জেলে থাকা অনেকেই করোনা আক্রান্ত হয়েছেন। তাই দিন কয়েক আগে আসারামের লালারসের নমুনা পরীক্ষা হয়। আর তাতে রিপোর্ট পজিটিভ আসে। বুধবার রাতে অসুস্থতা বাড়ে বছর ৮০-র আসারামের। প্রবল জ্বর ও শ্বাসকষ্ট শুরু হয়। এরপরই তাঁকে এমজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর শারীরিক অবস্থা নিয়ে অবশ্য মুখ খোলেনি হাসপাতাল কর্তৃপক্ষ। অসুস্থতার কারণ দেখিয়ে এর আগে একাধিকবার আদালতের দ্বারস্থ হয়েছেন আসারম। কিন্তু কোনও লাভ হয়নি। ধর্ষণের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেওয়া হয় তাঁকে। আর তারপর থেকেই তিনি রয়েছেন এই যোধপুর জেলে।

এ দিকে তাঁর সুস্থতা কামনায় এমজি হাসপাতালের বাইরে ভিড় করেছেন তাঁর ভক্তরা। কেউ কেউ দাবি করেছেন যাতে আসারামকে এইমসে স্থানান্তরিত করা হয়। যদিও তার কোনও প্রয়োজন নেই বলেই মনে করছে এমজি হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: টেক অফের সময়ই খুলে গেল চাকা, এয়ার অ্যাম্বুলেন্সের অবতরণ হল ফিল্মি কায়দায়

২০১৩ সালে এই আসারামের বিরুদ্ধে এক ১৬ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। যোধপুরের মানাই আশ্রমে আসারাম কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে ২০১৪ সালে মধ্যপ্রদেশের ইন্দোর থেকে গ্রেফতার করা হয়। এই মামলায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।