WITT 2025: ‘কৃত্রিম বুদ্ধিমত্তায় ভারত ‘বিশ্বগুরু’ হবে’, TV9 নেটওয়ার্কের ‘মহামঞ্চে’ বড় দাবি অশ্বিনী বৈষ্ণবের

WITT 2025: শীর্ষ সম্মেলনের বৈঠকে অশ্বিনী বৈষ্ণব জানান, 'এখনও পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তার আমরা একটাই পর্ব দেখেছি। কিন্তু AI এর ব্যাপকতা আরও অনেক বেশি। আমাদের দেশের ইঞ্জিনিয়াররা ইতিমধ্যে AI-এর বিকাশে নানা পরীক্ষামূলক কাজ করছে। খুব শীঘ্রই আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিশ্বগুরু হয়ে উঠব।'

WITT 2025: কৃত্রিম বুদ্ধিমত্তায় ভারত বিশ্বগুরু হবে, TV9 নেটওয়ার্কের মহামঞ্চে বড় দাবি অশ্বিনী বৈষ্ণবের
Image Credit source: Getty Image

|

Mar 29, 2025 | 8:34 PM

নয়াদিল্লি: মোদী আমলে ‘বিশ্বগুরু’ হয়ে উঠেছে ভারত। আন্তর্জাতিক মঞ্চে হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার দেশগুলির ‘নেতা’। ২০৪৭ সালের মধ্যে ভারত যে আত্মনির্ভরও হবে, সেই কথাটা আগাম জানিয়েছেন প্রধানমন্ত্রী। শনিবার TV9 নেটওয়ার্কের ‘What India Think Today’ শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের মুখেও শোনা গেল সেই কথাগুলোই।

এমনকি, ভারত যে আগামী দিনে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) ক্ষেত্রে ‘বিশ্বগুরু’ হয়ে উঠবে সম্মেলন থেকে সেই বার্তাটাও স্পষ্ট করে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর কথায়, ‘ভারত কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে ভালই কাজ করছে। এই বছরই আমাদের নিজস্ব এলএলএম মডেল (Large Language Model) তৈরি হয়ে যাবে।’

কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান, ‘আমাদের দেশের বিজ্ঞানী ও তরুণদের প্রযুক্তির প্রতি একটা বিশেষ আগ্রহ রয়েছে। সেই আগ্রহই ভারতকে এগিয়ে নিয়ে চলেছে। আমি নিশ্চিত ভারত কৃত্রিম বুদ্ধিমত্তাকে সঠিক ভাবে ব্যবহার করবে। ১০-১৫ বছর আগেও শিল্প জগতে কৃত্রিম বুদ্ধিমত্তাকে নানা ভাবে ব্যবহার করা হয়েছে।’

ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তার বিপ্লব

শীর্ষ সম্মেলনের বৈঠকে অশ্বিনী বৈষ্ণব জানান, ‘এখনও পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তার আমরা একটাই পর্ব দেখেছি। কিন্তু AI এর ব্যাপকতা আরও অনেক বেশি। আমাদের দেশের ইঞ্জিনিয়াররা ইতিমধ্যে AI-এর বিকাশে নানা পরীক্ষামূলক কাজ করছে। খুব শীঘ্রই আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিশ্বগুরু হয়ে উঠব।’