Ashwini Vaishnaw: আগামী বছরই ভারতে ৩০ মিলিয়ন পিস মোবাইল ডিসপ্লে উৎপাদন করবে কর্নিং

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Oct 26, 2023 | 10:05 PM

Corning: উচ্চ মানের মোবাইল ফোনের জন্য মার্কিন সংস্থা কর্নিং প্রথম দফায় ৩০ মিলিয়ন পিস ডিসপ্লে গ্লাস তৈরির পাশাপাশি প্রচুর কর্মসংস্থানেরও সৃষ্টি করতে চলেছে। ৫০০-র বেশি কর্মী নিয়োগ করবে কর্নিং। মার্কিন সংস্থা, কর্নিং ইন্টারন্যাশনাল কর্পোরেশন কেবল ডিসপ্লে গ্লাস নয়, অপটিক্যাল ফাইবার, কেবল, ডিজেল ফিল্টার এবং সিরামিক সাবস্ট্রেটও উৎপাদন করে।

Ashwini Vaishnaw: আগামী বছরই ভারতে ৩০ মিলিয়ন পিস মোবাইল ডিসপ্লে উৎপাদন করবে কর্নিং
মার্কিন সংস্থা কর্নিংয়ের সঙ্গে চুক্তি ভারতের।
Image Credit source: twitter

Follow Us

নয়া দিল্লি: ভারতে মোবাইল ফোনের চাহিদা দিন-দিন বাড়ছে। এবার উচ্চ মানের মোবাইল ফোনের ডিসপ্লে (Mobile display) তৈরি করতে ভারতীয় সংস্থা, হোমগ্রাউন ওপটিমাস ইনফ্রাকোমের সঙ্গে গাঁটছড়া বাঁধছে মার্কিন সংস্থা কর্নিং ইন্টারন্যাশনাল কর্পোরেশন। আগামী বছরেই কর্নিং উৎপাদন শুরু করবে এবং প্রথম দফায় ৩০ মিলিয়ন পিস ডিসপ্লে গ্লাস তৈরি করবে। কর্নিংয়ের সঙ্গে এই চুক্তির কথা জানিয়ে টুইট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)।

উচ্চ মানের মোবাইল ফোনের জন্য মার্কিন সংস্থা কর্নিং প্রথম দফায় ৩০ মিলিয়ন পিস ডিসপ্লে গ্লাস তৈরির পাশাপাশি প্রচুর কর্মসংস্থানেরও সৃষ্টি করতে চলেছে। ৫০০-র বেশি কর্মী নিয়োগ করবে কর্নিং।

হোমগ্রাউন ওপটিমাস ইনফ্রাকোম এবং কর্নিং যৌথভাবে উচ্চ মানের ডিসপ্লে গ্লাস তৈরি করবে। হোমগ্রাউন ওপটিমাস ইনফ্রাকোম এবং কর্নিংয়ের যৌথ সংস্থাটির নাম দেওয়া হয়েছে, ভারত ইনোভেশন গ্লাস (BSG) টেকনোলজিস। অত্যাধুনিক প্রযুক্তি এবং প্রক্রিয়া দ্বারা দেশে বিশ্বমানের ডিসপ্লে গ্লাস উৎপাদন করা এবং সরকারে ‘মেক ইন ইন্ডিয়া’ লক্ষ্যকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য বলে গত মাসেই সংস্থার তরফে ঘোষণা করা হয়।

মার্কিন সংস্থা, কর্নিং ইন্টারন্যাশনাল কর্পোরেশন কেবল ডিসপ্লে গ্লাস নয়, অপটিক্যাল ফাইবার, কেবল, ডিজেল ফিল্টার এবং সিরামিক সাবস্ট্রেটও উৎপাদন করে।

Next Article