অমৃতসর: পঞ্জাবের এক পুলিশ অফিসারকে গুলি করে খুন করার অভিযোগ উঠল। পঞ্জাবের অমৃতসরে ঘটেছে এই ঘটনা। শুক্রবার সকালে ওই পুলিশ অফিসারের দেহ পাওয়া যায়। মৃত পুলিশ অফিসারের নাম স্বরূপ সিং। তিনি অমৃতসরের নওয়াদ পিন্ড থানায় অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর পদে কর্মরত। বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। থানায় ডিউটিতে যোগ দিতে আসছিলেন। এর আধ ঘণ্টা পর থেকেই তাঁর ফোন সুইচড অফ ছিল বলে জানা গিয়েছে। শুক্রবার সকালে ওই পুলিশ অফিসারের দেহ মেলার খবর যায় থানায়। জানা গিয়েছে, ওই পুলিশ অফিসারের মাথায় গুলি করা হয়েছে। দেহ উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা বাইকে করে এসে গুলি চালিয়েছিল ওই পুলিশ অফিসারকে। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনা সামনে আসার পর থেকেই রাজনৈতিক চাপানউতোর ছড়িয়েছে পঞ্জাবে। যদিও পুলিশকর্মীর খুনের ঘটনায় রাজনীতির যোগ নেই বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে অমৃতসর (রুরাল)-এর সরকারি পুলিশ সুপার সুচা সিং বলেছেন, “এই ঘটনায় কোনও রাজনৈতিক দৃষ্টিকোণ নেই। ব্যক্তিগত শত্রুতার জেরেই এই ঘটনা ঘটেছে। অভিযুক্তকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।”
পুলিশ অফিসারের খুন হওয়া নিয়ে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সে রাজ্যর বিরোধী দলগুলি। সেখানকার বিজেপি নেতা মনজিন্দর সিং সিরসা পুলিশ অফিসারের মৃত্যুকে খুবই ‘দুঃখজনক’ অ্যাখ্যা দিয়েছেন। এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে ‘অরবিন্দ কেজরীবালের ড্রাইভার’ বলে কটাক্ষ করেছেন। কংগ্রেস এবং অকালি দলও পঞ্জাবের আপ সরকারকে আক্রমণ করেছেন। কংগ্রেস প্রশ্ন তুলেছে, “পুলিশের এই অবস্থা হলে সাধারণ মানুষকে কে নিরাপত্তা দেবে?”