AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dwarka Exploration: দ্বারকা অনুসন্ধান! ‘কৃষ্ণের শহরের’ খোঁজে বড় পদক্ষেপ নিতে চলেছে পুরাতত্ত্ব বিভাগ

Dwarka Exploration: এই অনুসন্ধানের কাজ ঠিক কবে হবে, সেই দিনক্ষণ এখনও প্রকাশ্যে আনেনি তারা। তবে তা যে চলতি বছরের শীত পড়তেই শুরু হবে সেই ইঙ্গিত ইতিমধ্য়েই দিয়ে দিয়েছে ASI।

Dwarka Exploration: দ্বারকা অনুসন্ধান! 'কৃষ্ণের শহরের' খোঁজে বড় পদক্ষেপ নিতে চলেছে পুরাতত্ত্ব বিভাগ
প্রতীকী ছবিImage Credit: Meta AI
| Updated on: May 25, 2025 | 1:21 PM
Share

নয়াদিল্লি: কোথায় রয়েছে ‘কৃষ্ণের শহর’? পুরাণে বলা হয়, সমুদ্র গিলে খেয়েছিল এই দেবভূমিকে। সেই দ্বারকার খোঁজেই এবার আরব সাগরের জলের তলায় ফের নামতে চলেছে ভারতীয় পুরাতত্ত্ব সংরক্ষণ বিভাগ বা অ্যার্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া। জানা গিয়েছে, গুজরাটের উপকূলীয় অঞ্চলে সমুদ্রের তলে গিয়ে দ্বারকার তৃতীয় পর্যায়ের অনুসন্ধান চালাবে ASI কর্তারা।

এই অনুসন্ধানের কাজ ঠিক কবে হবে, সেই দিনক্ষণ এখনও প্রকাশ্যে আনেনি তারা। তবে তা যে চলতি বছরের শীত পড়তেই শুরু হবে সেই ইঙ্গিত ইতিমধ্য়েই দিয়ে দিয়েছে ASI। কিছু সর্বভারতীয় সংবাদমাধ্য়ম সূত্রে জানা গিয়েছে, অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে অনেকটাই শান্ত থাকে সমুদ্র। তাই সেই মাসগুলিকেই মোক্ষম সময় হিসাবে বেছে নিয়েছে তারা।

এই প্রসঙ্গে ASI-র জলের নীচে চলা অনুসন্ধান বিভাগের প্রধান অলোক ত্রিপাঠী জানিয়েছেন, ‘দ্বারকা অনুসন্ধানের কাজ গরমকালে বন্ধ থাকে। এই সময় সমুদ্রের তলদেশে যাওয়ার জন্য সঠিক নয়। শীত এলে সমুদ্র অনেকটা শান্ত হয়। অনুসন্ধান থেকে জরিপ যে কোনও কাজই ঠিক ভাবে করা যায়।’

গত বছর এই দ্বারকায় ডুব দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষ্ণভূমে গিয়ে স্কুবা ডাইভিংয়ের অভিজ্ঞতা অর্জন করেছিলেন তিনি। পরনে গেরুয়া বস্ত্র, একগুচ্ছ ময়ূরের পালক নিয়ে আরব সাগরে ডুব দিয়েছিলেন মোদী। এমনকি, সমুদ্রের নীচে গিয়ে পুজো দিতেও দেখা গিয়েছিল তাঁকে। পুজো শেষে ময়ূরের পালকগুলিকে সমুদ্রতলেই শ্রীকৃষ্ণকে অর্পণ করে আসেন তিনি।