Ghar Wapsi: ‘ঘর ওয়াপসি’: ১৪২ জন ধর্মান্তরিত খ্রীস্টান ফিরে এলেন হিন্দু ধর্মে

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Feb 28, 2023 | 1:15 PM

Assam: অসমে খ্রীস্টান ধর্ম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণ করলেন প্রায় ১৪২ জন মানুষ। তিওয়া উপজাতির ওই মানুষদের অতীতে ধর্মান্তরিত করে খ্রীস্টান করা হয়েছিল বলে অভিযোগ।

Ghar Wapsi: ঘর ওয়াপসি: ১৪২ জন ধর্মান্তরিত খ্রীস্টান ফিরে এলেন হিন্দু ধর্মে
অসমে হিন্দু ধর্মে ফেরার অনুষ্ঠান

Follow Us

গুয়াহাটি: ধর্মান্তরিত হয়ে খ্রীস্টান হওয়া প্রায় ১৪২ জন সনাতন ধর্ম গ্রহণ করলেন। ঘর ওয়াপসি অনুষ্ঠানে হিন্দু ধর্ম গ্রহণ করলেন তাঁরা। সোমবার ওই ঘর ওয়াপসি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল অসমের জাগিরোডের শোং তিওয়া গ্রামে। গোবা দেওরাজা রাজ পরিষদ এই অনুষ্ঠানমের আয়োজন করেছিল। সেখানেই হল ধর্মান্তরিত খ্রীস্টানদের হিন্দু ধর্মে ফিরে আসার প্রক্রিয়া। অসমের তিওয়া উপজাতির প্রায় ১১০০ পরিবার হিন্দু ধর্মে ফিরে আসবে বলেও জানিয়েছে ওই সংগঠন। এই উপজাতি পরিবারগুলিকে অতীতে খ্রীস্টান ধর্মে দীক্ষিত করা হয়েছিল বলে অভিযোগ। গত মাসে ছত্তীসগঢ়ের মহাসমুন্দে ৩০০ পরিবারের প্রায় ১১০০ জন হিন্দু ধর্মে ফিরে এসেছিলেন।

অসমে খ্রীস্টান ধর্ম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণ করলেন প্রায় ১৪২ জন মানুষ। তিওয়া উপজাতির ওই মানুষদের অতীতে ধর্মান্তরিত করে খ্রীস্টান করা হয়েছিল বলে অভিযোগ। গোবা দেওরাজা রাজ পরিষদের আয়োজিত অনুষ্ঠানে ওই ঘর ওয়াপসি হয়েছে। এ ব্যাপারে গোবা দেওরাজা রাজ পরিষদের সাধারণ সম্পাদক জুর সিং বরদোলই বলেছেন, “তিওয়া উপজাতির প্রায় ১১০০ পরিবারকে এর আগে খ্রীস্টান ধর্মে ধর্মান্তরিত করা হয়েছিল। তাঁরা এখন হিন্দু ধর্মে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা নিজের ইচ্ছাতেই ফিরে আসতে চাইছেন। এ ব্যাপারে পরিষদকে সহায়তাও করেছেন তাঁরা। ধর্মান্তরিত ওই পরিবারগুলি জানিয়েছে হিন্দু ধর্মেই আজীবন বিশ্বাস রাখবেন তাঁরা। এমনকি খ্রীস্টান পরিচয় দূরে সরিয়ে তিওয়া উপজাতির সংস্কৃতি পালন করবেন তাঁরা।”

গত মাসে ছত্তীসগঢ়ের ৩০০-র বেশি পরিবারের প্রায় ১১০০ জন খ্রীস্টান ধর্ম ছেড়ে সনাতন ধর্ম গ্রহণ করেছিলেন। ছত্তীসগঢ়ের মহাসামুন্দ এলাকার বাসিন্দা তাঁরা।

Next Article