তিন দফায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এ বার হাতে আসবে ফলাফল। যে চার রাজ্য ও একটি কেন্দ্র শাসিত অঞ্চলে ফল প্রকাশ হবে, তাদের মধ্যে অন্যতম হল অসম। আগামী পাঁচ বছরের জন্য অসমের দায়িত্বপাট কে সামলাবে, তা জানা যাবে আজই। অসমে মোট তিন দফায় মোট ১২৬টি আসনে ভোট গ্রহণ হয়েছে, সংখ্যা গরিষ্ঠতালাভে প্রয়োজন ৬৪টি আসন। আজই ভাগ্য নির্ধারণ হবে মোট ৯৪৬ জন প্রার্থীর। বলে রাখা ভাল, ২০১৬ সালে অসমে ক্ষমতায় আসে বিজেপি, তার আগে ক্ষমতা ছিল কংগ্রেস। এ বারের লড়াইও বিজেপি বনাম কংগ্রেস জোটের। অসম নির্বাচনী ফলাফলের যাবতীয় আপডেটস দেখে নিন এক নজরে-
অসমে দ্বিতীয়বারের জন্য সরকার গঠন করতে চলেছে বিজেপিই। এখনও অবধি ৮১টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, কংগ্রেসের মহাজোট পেয়েছে ৪৪টি আসন। অন্যান্য দল পেয়েছে ১টি আসন।
অসমের স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপি নেতা ১ লক্ষ ১ হাজার ৯১১ ভোটে জয়ী হলেন। এই নিয়ে তিনি টানা পাঁচবার এই আসন থেকে জয়ী হলেন।
Assam Minister Himanta Biswa Sarma wins Jalukbari constituency for the 5th consecutive term by a margin of 1,01,911 votes. pic.twitter.com/t5V582DtNu
— ANI (@ANI) May 2, 2021
নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী বিজেপি ৫৭ টি আসনে এগিয়ে থাকার খবর মিলতেই গুয়াহাটিতে বিজেপি কর্মীরা মিষ্টি বিতরণ করে উদযাপন শুরু করল।
Assam: Bharatiya Janata Praty (BJP) workers celebrate by distributing sweets at party office in Guwahati, as official trends show BJP leading in 57 seats. pic.twitter.com/Eh32Irc8Io
— ANI (@ANI) May 2, 2021
অসম বিধানসভা নির্বাচনের ফল গণনায় দেখা গেল অনেকটাই পিছিয়ে পড়েছে বোডোল্যান্ড পিপলস ফ্রন্ট। কংগ্রেসের সঙ্গে মহাগটবন্ধনে জোট দিলেও পরে তারা ইউপিএ জোটে যোগ দেয়। তারা মোট ১২টি আসনে প্রার্থী দিয়েছিলেন, তার মধ্য়ে ১০টি আসনেই পিছিয়ে রয়েছেন তাঁরা।
ধুবরী, বারপেতা, বনগঙ্গোই ওব গোলপাড়া কেন্দ্রে কায়েম রইল এআইইউডিএউএফের জোরই। কংগ্রেস ও এআইএডিএফের জোট বেধে লড়ছে। আপাতত একক ভাবে বদরুদ্দিন আজমলের দল ১১টি আসনে এগিয়ে রয়েথে।
ফলঘোষণার আগেই জয় নিয়ে আত্মবিশ্বাসের সুর শোনা গেল অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের গলায়। তিনি জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, স্পষ্টতই বোঝা যাচ্ছে অসমে বিজেপিই সরকার দখল করবে।
As per the trends, it is clear that Bharatiya Janata Party will form the government in Assam: Assam CM Sarbananda Sonowal#Assam pic.twitter.com/EuxHnucmtD
— ANI (@ANI) May 2, 2021
অসমের স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জালুকবাড়ি কেন্দ্রের প্রার্থী। আপাতত বিজেপির এনডিএ জোট ৫৯ টি আসনে এগিয়ে রয়েছে। ইউপিএ এগিয়ে রয়েছে ২৬ টি আসনে।
পোস্ট্যাল ব্যালট গণনা শুরু হতেই দেখা গেল আপাতভাবে পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী তথা মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। অসমে আপাতত এনডিএ জোট ১৭টি আসনে ও ইউপিএ ১২টি আসনে এগিয়ে রয়েছে।
অসমে ভোট গণনার শুরু থেকেই চলছে হাড্ডাহাড্ডি লড়াই। আপাতত চারটি আসনে এগিয়ে রয়েছে এনডিএ জোট, ইউপিএ এগিয়ে রয়েছে তিনটি আসনে।
অসমের ডিব্রুগঢ়ে দুই কেন্দ্রে শুরু হল ভোট গণনা প্রক্রিয়া।
Counting of votes for #AssamAssemblyPolls to be held at two locations in Dibrugarh, at Dibrugarh Govt Boys Higher Secondary School and Deputy Commissioner Office, Dibrugarh.
Visuals from both locations as counting to begin at 8 am.#AssemblyElections2021 pic.twitter.com/UXX0CNAtBp
— ANI (@ANI) May 2, 2021
বাকি রাজ্যের পাশাপাশি আজ অসমেরও বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন। সকালে ভোটগণনা শুরুর আগেই করোনা বিধির উপর দেওয়া হল বিশেষ জোর। থার্মাল স্ক্রিনিং ও স্যানিটাইজ়ার ব্যবহার করেই বুথকর্মীদের গণনাকেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে।
Assam: Counting of votes for #AssemblyElections2021 to be held today. Visuals from outside a counting centre at Maniram Dewan Trade Centre in Guwahati. pic.twitter.com/J87eLC1JPi
— ANI (@ANI) May 2, 2021
TV9 বাংলা এবং পোলস্ট্র্যাটের করা অসমের ১২৬ টি বিধানসভা আসনে বুথ ফেরত সমীক্ষা বলছে, ১২৬ টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ৫৯ থেকে ৬৯ টি আসন। অন্যদিকে, কংগ্রেস ও তার জোটসঙ্গীরাও খুব একটা পিছিয়ে নেই। ৫৫ থেকে ৬৫ আসন পেতে পারে তারাও। অর্থাৎ অসমে যে কোনও দলের সরকার গঠনের সম্ভাবনা রয়েছে।