Polygamy Ban: দ্বিতীয় বিয়ে করলেই ৭ বছরের জেল! পাশ হল বহুগামিতা নিষিদ্ধ বিল

Assam Polygamy Prohibition Bill: এই বিলে বলা হয়েছে যদি কোনও ব্যক্তি বহুগামিতা করতে গিয়ে ধরা পড়েন, অর্থাৎ কোনও ব্যক্তির যদি একাধিক স্ত্রী বা কোনও মহিলার যদি একাধিক স্বামী থাকে, তাহলে তাদের সাত বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডের সাজা দেওয়া হবে। তবে ষষ্ঠ জনজাতি এলাকায় এই নিয়মে কিছুটা ছাড় দেওয়া হতে পারে।

Polygamy Ban: দ্বিতীয় বিয়ে করলেই ৭ বছরের জেল! পাশ হল বহুগামিতা নিষিদ্ধ বিল
প্রতীকী চিত্র।Image Credit source: Canva

|

Nov 10, 2025 | 8:54 AM

গুয়াহাটি: বহুগামিতা সম্পূর্ণ নিষিদ্ধ। অসমে হিমন্ত বিশ্ব শর্মা আনল সেই বিল। রবিবার, ৯ নভেম্বর অসম সরকার বহুগামিতা নিষিদ্ধ করতে বিল পাশ করল। এবার বহুগামিতায় কড়া শাস্তির ব্য়বস্থা। যদি কেউ বহুগামিতা করতে গিয়ে ধরা পড়েন, তাহলে  সাত বছরের সশ্রম কারাদণ্ডের সাজা ভোগ করতে হবে।

রবিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিক বৈঠক করে বলেন যে ক্যাবিনেট বহুগামিতা নিষিদ্ধ করার বিল পাশ করেছে। কোনও ব্যক্তি দ্বিতীয় বা তৃতীয় বিবাহ করলে, তাঁকে কড়া শাস্তি দেওয়া হবে। তিনি জানান, সরকার একটি ফান্ড তৈরি করবে। বহুগামিতার ভুক্তভোগী মহিলারা, যারা কষ্টে রয়েছেন বা স্বামী জেলে চলে গেলে, তাদের এই ফান্ড থেকে টাকা দেওয়া হয় যাতে তাদের জীবনযাপনে কোনও সমস্যা না হয়।

মুখ্যমন্ত্রী জানান অসম বহুগামিতা নিষিদ্ধ বিল, ২০২৫ বিল ক্যাবিনেটে পাশ করা হয়েছে। আগামী ২৫ নভেম্বর এই বিল বিধানসভায় পেশ করা হবে।

এই বিলে বলা হয়েছে যদি কোনও ব্যক্তি বহুগামিতা করতে গিয়ে ধরা পড়েন, অর্থাৎ কোনও ব্যক্তির যদি একাধিক স্ত্রী বা কোনও মহিলার যদি একাধিক স্বামী থাকে, তাহলে তাদের সাত বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডের সাজা দেওয়া হবে। তবে ষষ্ঠ জনজাতি এলাকায় এই নিয়মে কিছুটা ছাড় দেওয়া হতে পারে।