
গুয়াহাটি: ভারত-পাকিস্তান সংঘাত আবহে বিস্ফোরক মন্তব্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। কংগ্রেস সাংসদ গৌরব গগৈয়ের বিরুদ্ধে মারাত্বক অভিযোগ আনলেন। তাঁর দাবি, গৌরব গগৈকে পাকিস্তানের আইএসআই আমন্ত্রণ জানিয়েছিল। কংগ্রেস সাংসদ পাকিস্তানে গিয়েওছিলেন ট্রেনিং নিতে। হিমন্ত বিশ্ব শর্মার এই দাবি ঘিরেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।
লোকসভার ডেপুটি বিরোধী দলনেতা গৌরব গগৈ। বেশ কয়েক মাস ধরেই তাঁর বিরুদ্ধে নিশানা শানাচ্ছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার তিনি গৌরব গগৈয়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনেন। বলেন, “পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রকের আমন্ত্রণে সেদেশে গিয়েছিলেন গৌরব গগৈ। আইএসআই পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রকের অংশ। ও ওখানে ট্রেনিং নিতে গিয়েছিল। আমাদের কাছে ডকুমেন্ট আছে। এটা মোটেও ভ্রমণ সফর ছিল না।”
হিমন্ত বিশ্ব শর্মা আরও দাবি করেন, “পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রকের আমন্ত্রণ পেয়ে সে দেশে গিয়েছিলেন গৌরব গগৈ। বিদেশ মন্ত্রক বা কোনও বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রণ পাওয়া আলাদা বিষয়। কিন্তু ও পাকিস্তান সরকারের আমন্ত্রণ পেয়ে গিয়েছিলেন। এটা অত্যন্ত সিরিয়াস বিষয়।”
তাঁর দাবি মিথ্যা হলে মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেওয়ারও চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন হিমন্ত। আত্মবিশ্বাসী সুরে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে তিনি বলেন, “আমি যদি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রকের আমন্ত্রণে যাই এবং তা ভারত সরকারকে না জানাই, তবে তো জ্যোতি মালহোত্রা যা করেছে, তা কিছুই নয়। গুপ্তচরবৃত্তি তাহলে কী? ফেরার পর সংসদে রাফায়েল নিয়ে বিরোধিতা। সংসদে প্রশ্ন করেন, উপকূলবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা কেমন? প্রশ্ন করেন, ভারতে কোথায় রয়েছে পরমাণু অস্ত্র? এই প্রশ্ন কে লিখে দিয়েছে। এই গুলোই তো ট্রেনিংয়ে শিখে এসেছেন। একটা কথা যদি আমি মিথ্যে বলি, তাহলে আমি মুখ্যমন্ত্রী থাকব না!”। সেপ্টেম্বরের মধ্যে সব প্রমাণ সামনে আনবেন বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
হিমন্ত বিশ্ব শর্মার আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন কংগ্রেস সাংসদ। অসমের জোরহাটের সাংসদ এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, “মুখ্যমন্ত্রী যা বলছেন, তার ৯৯ শতাংশই মাথামুণ্ডহীন। জনগণের সামনে সত্যিটা আনা উচিত। অলীক সেপ্টেম্বর ডেডলাইনের পিছনে লুকানো বন্ধ করুন।”
মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেই কংগ্রেস সাংসদ বলেন, “আমি মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত। কোনও কারণে আমি আসার পর থেকেই ওঁর র্যাডারে রয়েছি। বিগত ১৩ বছর ধরে ভিত্তিহীন অভিযোগ করছেন।”
প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকেই হিমন্ত বিশ্ব শর্মা গৌরব গগৈ ও তাঁর ব্রিটিশ স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনছেন। মুখ্যমন্ত্রীর দাবি, কংগ্রেস সাংসদ ও তাঁর স্ত্রীর সঙ্গে পাকিস্তানের যোগ রয়েছে।