
গুয়াহাটি: দেখলেই গুলি চালানোর নির্দেশ। সাম্প্রদায়িক অশান্তি রুখতে পুলিশকে চরম পদক্ষেপ করার নির্দেশই দিলেন মুখ্যমন্ত্রী। এই নির্দেশের পরই থমথমে পরিবেশ। গতকাল রাতেই ৩৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সাম্প্রদায়িক অশান্তিতে উত্তপ্ত অসমের ধুবড়ি জেলা। বাংলাদেশের সীমান্তবর্তী জেলায় দুই সম্প্রদায়ের মধ্যে অশান্তির সৃষ্টি হয়েছে। দফায় দফায় সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এবার বড় নির্দেশ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সরাসরি শুট অ্যাট সাইটের নির্দেশ দিলেন তিনি।
শুক্রবারই ধুবড়ির পরিস্থিতি পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর দাবি, একটি সম্প্রদায় অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। রাজ্য সরকার এই ধরনের কার্যকলাপ বরদাস্ত করবে না। ধুবড়িতে রাতে শুট অ্যাট সাইটের অর্ডার দেওয়া হয়েছে। তিনি বলেন, “আমি গুয়াহাটিতে পৌঁছনোর পরই শুট অ্যাট সাইটের অর্ডার ইস্যু করা হবে। রাতে কেউ বাইরে এলেই বা পাথর ছুড়লে তাঁকে গ্রেফতার করা হবে।”
ইতিমধ্যেই ধুবড়িতে র্যাপিড অ্যাকশন ফোর্স (RAF) ও সিআরপিএফ মোতায়েন রয়েছে। মুখ্যমন্ত্রী জানান, আইন হাতে নিলেই তাদের কড়া শাস্তি পেতে হবে। বিগত এক সপ্তাহ ধরে ধুবড়িতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি জটিল হয়ে রয়েছে।