Rahul Gandhi: ভারত জোড়ো যাত্রায় ঘুরে বেড়াচ্ছেন ‘নকল’ রাহুল? মুখ্যমন্ত্রীর প্রশ্নে জোর জল্পনা

Bharat Jodo Nyay Yatra: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, "রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রায় বাসে যাওয়ার সময় বডি ডাবল ব্যবহার করছেন। অর্থাৎ বাসে যিনি সামনে বসে রয়েছেন, তিনি আসলে রাহুল গান্ধীই নন"। তিনি বলেন, "আপনারা (সংবাদমাধ্যম) ভাবছেন রাহুল গান্ধীর ছবি তুলছেন, আসলে তাঁর বডি ডাবলের ছবি তুলছেন।"

Rahul Gandhi: ভারত জোড়ো যাত্রায় ঘুরে বেড়াচ্ছেন 'নকল' রাহুল? মুখ্যমন্ত্রীর প্রশ্নে জোর জল্পনা
অসমে ভারত জোড়ো ন্যায় যাত্রায় রাহুল গান্ধী।Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Jan 26, 2024 | 1:59 PM

গুয়াহাটি: রাহুল গান্ধীর ‘হামসকল’? ভারত জোড়ো ন্যায় যাত্রায় বডি ডাবল (Body Double) ব্যবহার করছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)? বৃহস্পতিবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma) এমনটাই দাবি করছেন। একটি সংবাদমাধ্য়মের প্রতিবেদন ও ছবি তুলে ধরেই প্রাক্তন কংগ্রেস নেতা প্রশ্ন তোলেন যে মণিপুর থেকে মহারাষ্ট্র থেকে জনসংযোগ যাত্রায়  কি নিজের মতো দেখতে কাউকে ব্যবহার করছেন রাহুল গান্ধী?

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রায় বাসে যাওয়ার সময় বডি ডাবল ব্যবহার করছেন। অর্থাৎ বাসে যিনি সামনে বসে রয়েছেন, তিনি আসলে রাহুল গান্ধীই নন”

মুখ্যমন্ত্রী দাবি করেন, তিনি কংগ্রেস সূত্রেই জানতে পেরেছেন যে ভারত জোড়ো ন্যায় যাত্রায় যে বাসটি ব্যবহার করা হচ্ছে, তার মধ্যে একাধিক রুম রয়েছে। কংগ্রেস নেতা প্রায়সময়ই ওই ঘরে বসে থাকছেন, এদিকে গোটা দুনিয়া হুবহু রাহুল গান্ধীর মতো দেখতে একজনের উদ্দেশে হাত নাড়ছে। তিনি বলেন, “আপনারা (সংবাদমাধ্যম) ভাবছেন রাহুল গান্ধীর ছবি তুলছেন, আসলে তাঁর বডি ডাবলের ছবি তুলছেন।”

নিজের বক্তব্যের স্বপক্ষে প্রমাণ দিতে একটি নিউজ পোর্টালের ২২ জানুয়ারির প্রতিবেদনও তুলে ধরেন। ওই প্রতিবেদনেও প্রশ্ন করা হয়েছে যে রাহুল গান্ধী কি তাঁর বডি-ডাবল ব্য়বহার করছেন? হিমন্ত বিশ্ব শর্মা এটিকে বড় চক্রান্তের অংশ বলেও দাবি করেন।

প্রসঙ্গত, অসমে ভারত জোড়ো যাত্রা প্রবেশ করতেই বিতর্ক শুরু হয়। প্রথমে রাম মন্দিরের উদ্বোধনের দিন রাহুল গান্ধীর একটি মন্দিরে যাওয়ার কথা থাকলেও, মাঝপথেই তাঁকে আটকে দেওয়া হয়। অবস্থান বিক্ষোভে বসেন রাহুল সহ অন্যান্য় নেতারা। মঙ্গলবার ফের অসমের গুয়াহাটিতে ভারত জোড়ো যাত্রা নিয়ে প্রবেশ করতে গেলে ব্যারিকেড দিয়ে পথ আটকানো হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় পুলিশের। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশেই রাহুল গান্ধী, কেসি বেণুগোপাল সহ একাধিক কংগ্রেস কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। গতকালই পুলিশ সেই মামলার তদন্তভার সিআইডির হাতে তুলে দেয়।