Assam Flood : ‘আমি আপনার চরম ভক্ত,’ এক বুক জলে ‘গামছা’ হাতে হিমন্তের দিকে এগিয়ে এলেন যুবক
Assam Flood : এখনও পর্যন্ত বন্যা ও ভূমিধসে অসমে ১২১ জন মারা গিয়েছেন। ২৫ টি জেলা জুড়ে ২৫ লক্ষেরও বেশি মানুষ এখন বন্যার কবলে। বন্য়া পরিস্থিতিতে শিলচরে পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
গুয়াহাটি : অসমের বন্যায় বিধ্বস্ত সেখানকার জনজীবন। বহু বাড়ি সেখানে জলের তলায়। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজে বিভিন্ন বন্যা দুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন। সেখানকার মানুষের পরিস্থিতি খতিয়ে দেখছেন। রবিবার সকালে তিনি বারাক উপত্যকার শিলচর শহর পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে বন্যা দুর্গতদের সঙ্গে কথাও বলেন তিনি। তাঁকে কাছাকাছি দেখে আবেগে ভাসলেন এক যুবক। মুখ্যমন্ত্রীকে দেখে নিজেকে সামলাতে পারলেন না সেই যুবক। এক বুক জলে নেমে পড়েই মুখ্যমন্ত্রীকে অভিবাদন জানাতে গেলেন তিনি। তুলে দিলেন অসমের গামছাও।
#WATCH | Assam CM Himanta Biswa Sarma visited the flood affected Barak valley area where a resident braved flood waters to greet him with a ‘Gamusa’ pic.twitter.com/VOvQayYBoo
— ANI (@ANI) June 26, 2022
বোটে করে, লাইভ জ্যাকেট পড়ে পরিদর্শনে গিয়েছেন মুখ্যমন্ত্রী। জলের তলায় ডুবেছে বাড়ির গেট। আর সেই গেটে গামছা হাতে ঝুলছেন এক যুবক। মুখ্যমন্ত্রীকে অভিবাদন জানানোর জন্যই গামছা হাতে করে বাড়ি থেকে বেরিয় আসছেন। এক বুক জলে নেমেও পড়লেন। জরুরি পরিষেবা কর্মীরা তাঁকে সাহায্য়ের জন্য এগিয়ে আসেন। তাঁদের সাহায্য়ে জল পেরিয়ে তিনি মুখ্যমন্ত্রী অবধি অবশেষে পৌঁছোন। হিমন্ত বিশ্ব শর্মার হাতে সেই গামছাও তুলে দেন। এবং কিছু সেকেন্ডের জন্য বার্তালাপও হয় তাঁদের মধ্যে। ভিডিয়োতে দেখা গিয়েছে, মুখ্যমন্ত্রী বলছেন, ‘আমি কখনও আসব এবং এক কাপ চা খাব তোমার সঙ্গে।’ অন্য আরেক বাসিন্দাকেও বলতে শোনা যায়, ‘পরের বার শিলচরে আসলে আপনার বাড়িতেও আসব।’ এর আগেও হিমন্ত বিশ্ব শর্মাকে এর আগেও মানুষের মধ্যে দেখা গিয়েছে। ৯০ বছর বয়সী এক বৃদ্ধার সমস্যা সমাধানের জন্য সরকারের তরফে সবরকম সাহায্য়ের আশ্বাস দিয়েছিলেন।
উল্লেখ্য, লাগাতার ভারী বৃষ্টিপাতের জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে অসমের বিভিন্ন এলাকায়। এখনও পর্যন্ত বন্যা ও ভূমিধসে অসমে ১২১ জন মারা গিয়েছেন। ২৫ টি জেলা জুড়ে ২৫ লক্ষেরও বেশি মানুষ এখন বন্যার কবলে। অসমের শিলচরে ড্রোনের সাহায্য়ে জল ও খাবার সব অন্যান্য ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। এদিকে অসমের বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি মুকেশ অম্বানি ও তাঁর ছেলে। অসমের বন্য়া দুর্গতদের সাহায্যার্থে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে (Chief Minister’s Relief Fund) ২৫ কোটি টাকা দান করেছেন অনন্ত অম্বানি।