৪০ দিনেই ২০টি এনকাউন্টার! পুলিশের ভুয়ো ‘এনকাউন্টাররাজে’র বিরুদ্ধে অভিযোগ আইনজীবীর

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 12, 2021 | 8:38 AM

গত ১ জুন থেকেই অসমে ২০টিরও বেশি এনকাউন্টার হয়েছে, যেখানে অভিযান চলাকালীন বা হেফাজতে থাকাকালীন বন্দিদের মৃত্যু হয়েছে।

৪০ দিনেই ২০টি এনকাউন্টার! পুলিশের ভুয়ো এনকাউন্টাররাজের বিরুদ্ধে অভিযোগ আইনজীবীর
অলঙ্করণ: অভিজিৎ বিশ্বাস

Follow Us

গুয়াহাটি: নয়া মুখ্যমন্ত্রী রাজ্যের দায়িত্ব নিতেই “এনকাউন্টাররাজ” শুরু হয়েছে অসমে(Assam), এমনই অভিযোগ এনেছিলেন দিল্লিতে বসবাসকারী এক আইনজীবী। সেই অভিযোগের তদন্ত করতে গিয়েই জাতীয় মানবাধিকার কমিশনে(National Human Rights Commission)-র চোখ কপালে। বিগত দুই মাসেই নাকি ২০টি এনকাউন্টার করেছে অসম পুলিশ।

গত ১ জুন থেকেই ২০টিরও বেশি এনকাউন্টার হয়েছে, যেখানে হেফাজতে থাকাকালীন বা এনকাউন্টার চলাকালূনই অভিযুক্তের মৃত্যু হয়েছে। রবিবারই নাগাঁওয়ে দুটি এনকাউন্টার হয়। একদিকে, কোকড়াঝোড়ের এক ডাকাতকে ধরতে গুলি চালায় পুলিশ। অন্যদিকে, এক মাদক পাচারকারীকে ধরতেও গুলি চালায় পুলিশ।

শনিবারই দিল্লির ওই আইনজীবী অভিযোগ আনেন যে, ছোট-খাটো অপরাধীদেরও ভুয়ো এনকাউন্টার দেখিয়ে মেরে দিচ্ছে পুলিশ। অধিকাংশ ক্ষেত্রেই পুলিশের তরফে বলা হচ্ছে, অপরাধীরা হেফাজত থেকে পালাতে পিস্তল ছিনিয়ে নিতে গিয়েছে, সেই কারণেই বাধ্য হয়ে গুলি চালানো হয়েছে।

গত সপ্তাহেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন, “যদি কোনও অপরাধী পৈলাতে চায়, তবে গুলি চালানোই উচিত। এটি নিয়ম হওয়া উচিত”। মুখ্যমন্ত্রীর এই ছাড়পত্র দেওয়ার পর ভুয়ো এনকাউন্টার আরও বাড়বে বলেই দাবি ওই আইনজীবীর। আরও পড়ুন: এক ঘণ্টার বৃষ্টি, সঙ্গে ভয়ঙ্কর বজ্রপাত! প্রাণ কাড়ল ১২ জনের

Next Article