
নয়াদিল্লি: দু’ঘণ্টার রাস্তা পার করবে ৬০ মিনিটে। আগুনের গতিতে পৌঁছে যাবেন ১০২ কিলোমিটার পথ। ১৬০ ঘণ্টা প্রতি কিলোমিটার সর্বোচ্চ গতি নিয়ে দেশে সবচেয়ে দ্রুত গতির ট্রেনের খেতাব পেল নমো ভারত ট্রেন। যার দৌলতে দিল্লি থেকে মীরাট পৌঁছনো যাবে মাত্র ৬০ মিনিটে।
১৬০ কিলোমিটার গতি ছুঁতে পারা ট্রেন ভারতে এই প্রথম, এমনটা একদমই নয়। সেমি হাইস্পিড ট্রেনের আওতায় পড়া গতিমান এক্সপ্রেস কিংবা বন্দে ভারত এক্সপ্রেসের সর্বোচ্চ গতি ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা ছিল। কিন্তু পরবর্তীতে রেলমন্ত্রক এই ট্রেনগুলির ইঞ্জিনের সর্বোচ্চ গতি নামিয়ে নিয়ে ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। যার জেরে নমো ভারত হয়ে ওঠে দেশের দ্রুততম ট্রেন।
গতি ছুঁতে করিডর
বন্দে ভারত কিংবা গতিমান এক্সপ্রেসের গতি কমানোর নেপথ্য়ে অন্যতম কারণ ছিল দুর্বল রেললাইন। কিন্তু সেই সমস্যার মুখে নমো ভারতকে পড়তে হবে না। কারণ, পূর্ব দিল্লি থেকে উত্তরপ্রদেশের মীরাট পর্যন্ত চলা এই ট্রেনের জন্য তৈরি হয়েছে বিশেষ করিডর। আপাতত ৫৫ কিলোমিটার এলাকা জুড়ে এই করিডরে শুরু হয়ে ট্রেন চলাচল। যা আগামী দিনের করিডরের সঙ্গেই চলবে ৮২ কিলোমিটার পর্যন্ত। গোটা করিডরে থাকবে মোট ১৬টি স্টেশন।
নমো ভারতও কিন্তু কোনও সাধারণ ট্রেন নয়। এটা না এক্সপ্রেস, না অন্য লোক ট্রেনের মতো। সাধারণ জন্য দ্রুত নিজের গন্তব্যে পৌঁছতে ব্য়বহার হয়ে থাকে এই ট্রেনটি। যা ২০২৩ সাল থেকে দেশের ১৭টি সেকশনে চালাচ্ছে রেল কর্তৃপক্ষ।