Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রয়াগ দর্শন আর হল না, মহাকুম্ভের পথেই বাস চেপ্টে দিল গাড়িকে, মৃত কমপক্ষে ১০

Bus-Car Collide: পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগত পুণ্যার্থীরা সকলে ছত্তীসগঢ়ের কোরবার বাসিন্দা ছিলেন। প্রয়াগরাজের সঙ্গমে স্নান করার জন্য আসছিলেন তারা। অন্যদিকে দুর্ঘটনাগ্রস্ত বাসটি মধ্য প্রদেশের রাজগড় থেকে আসছিল।

প্রয়াগ দর্শন আর হল না, মহাকুম্ভের পথেই বাস চেপ্টে দিল গাড়িকে, মৃত কমপক্ষে ১০
দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি।Image Credit source: X
Follow Us:
| Updated on: Feb 15, 2025 | 8:55 AM

প্রয়াগরাজ: মহাকুম্ভে আর স্নান করা হল না। কুম্ভে যাওয়ার পথেই ভয়ঙ্কর দুর্ঘটনা। বাসের সঙ্গে গাড়ির ধাক্কা। দুর্ঘটনায় মৃত্যু কমপক্ষে ১০ জনের। আহত হয়েছেন আরও ১৯ জন। প্রয়াগরাজ-মির্জাপুর হাইওয়ের উপরে এই দুর্ঘটনাটি ঘটেছে।

জানা গিয়েছে, প্রয়াগরাজ যাওয়ার পথেই মেজা এলাকায় প্রয়াগরাজ-মির্জাপুর হাইওয়েতে একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে একটি বলেরো গাড়ির। দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়। আহত আরও ১৯ জন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগত পুণ্যার্থীরা সকলে ছত্তীসগঢ়ের কোরবার বাসিন্দা ছিলেন। প্রয়াগরাজের সঙ্গমে স্নান করার জন্য আসছিলেন তারা। অন্যদিকে দুর্ঘটনাগ্রস্ত বাসটি মধ্য প্রদেশের রাজগড় থেকে আসছিল।

দুর্ঘটনার খবর পেয়েই উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। খোঁজ নেন আহতদের, আধিকারিকদের দ্রুত উদ্ধারকাজের নির্দেশ দিয়েছেন তিনি। আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতেও বলেছেন।