প্রয়াগরাজ: মহাকুম্ভে আর স্নান করা হল না। কুম্ভে যাওয়ার পথেই ভয়ঙ্কর দুর্ঘটনা। বাসের সঙ্গে গাড়ির ধাক্কা। দুর্ঘটনায় মৃত্যু কমপক্ষে ১০ জনের। আহত হয়েছেন আরও ১৯ জন। প্রয়াগরাজ-মির্জাপুর হাইওয়ের উপরে এই দুর্ঘটনাটি ঘটেছে।
জানা গিয়েছে, প্রয়াগরাজ যাওয়ার পথেই মেজা এলাকায় প্রয়াগরাজ-মির্জাপুর হাইওয়েতে একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে একটি বলেরো গাড়ির। দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়। আহত আরও ১৯ জন।
Prayagraj | 10 died as car carrying devotees from Chhattisgarh to Maha Kumbh collided with a bus. This accident took place on the Prayagraj-Mirzapur highway under PS Meja around midnight on Friday night. The bodies have been taken to Swaroop Rani Medical Hospital for post-mortem.…
— ANI (@ANI) February 15, 2025
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগত পুণ্যার্থীরা সকলে ছত্তীসগঢ়ের কোরবার বাসিন্দা ছিলেন। প্রয়াগরাজের সঙ্গমে স্নান করার জন্য আসছিলেন তারা। অন্যদিকে দুর্ঘটনাগ্রস্ত বাসটি মধ্য প্রদেশের রাজগড় থেকে আসছিল।
দুর্ঘটনার খবর পেয়েই উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। খোঁজ নেন আহতদের, আধিকারিকদের দ্রুত উদ্ধারকাজের নির্দেশ দিয়েছেন তিনি। আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতেও বলেছেন।