কোহিমা: বর্ষার মরশুমে পাহাড় একদিকে যেমন সুন্দর, তেমনই আবার ভয়ঙ্করও। লাগাতার ভারী বৃষ্টির জেরে একাধিক রাজ্যের পাহাড়েই ধস নামছে। সম্প্রতিই হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের একাধিক জায়গায় ধস নেমেছে। এবার ভয়াবহ ধস নামল নাগাল্যান্ডে (Nagaland)। মঙ্গলবার বিকেলে নাগাল্যান্ডে ধস (Landslide) নামে, পাহাড় থেকে বোল্ডার গড়িয়ে সজোরে আছড়ে পড়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা দুটি গাড়ির উপরে। পাথরের আঘাতে গাড়ির দুইজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও তিনজন।
জানা গিয়েছে, মঙ্গলবার কোহিমা থেকে ডিমাপুর যাওয়ার পথে, চুমোউকেডিমা জেলায় ২৯ নম্বর জাতীয় সড়কের উপরে দুর্ঘটনা ঘটে। যানজটের কারণে পাহাড়ি রাস্তায় ধীরগতিতে গাড়ি চলছিল। হঠাৎই পাহাড়ে ধস নামে। বড় বড় বোল্ডার গড়িয়ে পড়তে থাকে। একটি বড় পাথর হঠাৎ দাঁড়িয়ে থাকা গাড়ির উপরে আছড়ে পড়ে। নিমেষেই ভেঙে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। পাশে দাঁড়ানো গাড়িটিতেও গড়িয়ে ধাক্কা মারে বোল্ডার। ওই গাড়িটিও উল্টে যায়। সামনে দাঁড়িয়ে থাকা আরও একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় মোট দুইজনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। পিছনে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ড্যাশক্যামে গোটা ভিডিয়োটি ধরা পড়ে।
Giant boulders crush cars after landslide in Nagaland, India.
Two people were killed and three others were seriously injured. pic.twitter.com/o4iAsxVT2G— Rex Bruck (@REX72217960) July 4, 2023
পুলিশের তরফে জানানো হয়, পাথরের আঘাতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। গাড়ির ভিতরে আরও একজন আটকে গিয়েছিলেন। গাড়িটি কেটে তাঁকে উদ্ধার করা হয়।
দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে মুখ্যমন্ত্রী নেইফিও রিও টুইট করে শোক প্রকাশ করেন। তিনি জানান, পাকালা পাহাড় নামক ওই অঞ্চলে প্রায় সময়ই ভূমিধস নামে। রাজ্য সরকারের তরফে উদ্ধারকাজে যাবতীয় সাহায্য করা হচ্ছে বলেও তিনি জানান। নিহতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে।