Explosion in Howrah Mail: পঞ্জাবে হাওড়া-অমৃতসর মেইলের জেনারেল কোচে বিস্ফোরণ!

Nov 03, 2024 | 1:24 PM

Explosion in Howrah Mail: ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে দশটা নাগাদ। ট্রেনটি সেই সময় অমৃতসর থেকে হাওড়ার দিকে যাচ্ছিল। আহতদের মধ্যে একজন মহিলা যাত্রীও আছেন। তাঁদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ফতেহগড় সাহিব সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Explosion in Howrah Mail: পঞ্জাবে হাওড়া-অমৃতসর মেইলের জেনারেল কোচে বিস্ফোরণ!
হাওড়া-অমৃতসর মেইল ট্রেন (ফাইল ছবি)
Image Credit source: ANI

Follow Us

অমৃতসর: হাওড়া মেলে বিস্ফোরণ। পঞ্জাবের ফতেহগড় সাহিব জেলার সিরহিন্দ রেলওয়ে স্টেশনের কাছে হাওড়া-অমৃতসর মেইলের জেনারেল কোচে এই বিস্ফোরণ ঘটেছে। এখনও অবধি এই ঘটনায় চারজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে দশটা নাগাদ। ট্রেনটি সেই সময় অমৃতসর থেকে হাওড়ার দিকে যাচ্ছিল। আহতদের মধ্যে একজন মহিলা যাত্রীও আছেন। তাঁদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ফতেহগড় সাহিব সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সরকারি রেলওয়ে পুলিশ বা জিআরপি-র আধিকারিকরা জানিয়েছেন, ওই কামরায় একটি প্লাস্টিকের বালতিতে আতশবাজি রাখা ছিল। সম্ভবত সেটি থেকেই এই বিস্ফোরণ ঘটেছে। জিআরপি-র ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ, জগমোহন সিং বলেছেন “ট্রেনের জেনারেল কামরায় কিছু আতশবাজি রাখা একটি প্লাস্টিকের বালতিতে বিস্ফোরণটি ঘটেছিল।”

তবে, পুলিশ এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালাচ্ছে। নাশকতার সম্ভাবনাও তারা পুরোপুরি উড়িয়ে দিচ্ছে না। বিস্ফোরণস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে। সেগুলি বিশ্লেষণের জন্য ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হচ্ছে। কর্তৃপক্ষ ঘটনার আশেপাশে সুনির্দিষ্টভাবে পরীক্ষা চালিয়ে যাচ্ছে।

Next Article