ভয়ঙ্কর! ভিড়ের চাপে ছিটকে গেলেন লোকাল ট্রেন থেকে, পাশের লাইনে আসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়লেন ৪ জন

Local Train: প্রাথমিকভাবে জানা গিয়েছে, ট্রেনের কামরার ভিতরে অত্যাধিক ভিড় হয়ে গিয়েছিল। ধাক্কাধাক্কি শুরু হয়, ভিড়ের চাপেই ট্রেনের গেট থেকে ঝোলা যাত্রীরা পরপর কয়েকজন রেললাইনে পড়ে যান।

ভয়ঙ্কর! ভিড়ের চাপে ছিটকে গেলেন লোকাল ট্রেন থেকে, পাশের লাইনে আসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়লেন ৪ জন
লোকাল ট্রেনে ভয়ঙ্কর দুর্ঘটনা।Image Credit source: X

| Edited By: সঞ্জয় পাইকার

Jun 09, 2025 | 10:23 PM

মুম্বই: অফিস টাইমে ভয়ঙ্কর কাণ্ড। লোকাল ট্রেনে ঘটে গেল মস্ত দুর্ঘটনা। প্রবল ভিড়ের চাপে ট্রেন থেকে পড়ে গেলেন ১০-১২ জন যাত্রী। দুর্ঘটনায় কমপক্ষে ৪ জন যাত্রীর মৃত্যু হয়েছে বলেই আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে। সোমবার সকালে যখন অফিসের তাড়ায় ছুটছিলেন সবাই, সেই সময়ই একটি লোকাল ট্রেনে এই দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে থানের কাসারা যাচ্ছিল লোকাল ট্রেনটি। অত্যন্ত ভিড় থাকায়, একাধিক যাত্রীই গেট ধরে ঝুলছিলেন।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ট্রেনের কামরার ভিতরে অত্যাধিক ভিড় হয়ে গিয়েছিল। ধাক্কাধাক্কি শুরু হয়, ভিড়ের চাপেই ট্রেনের গেট থেকে ঝোলা যাত্রীরা পরপর কয়েকজন রেললাইনে পড়ে যান। ওই সময়ই পুষ্পক এক্সপ্রেস পাশের লাইন দিয়ে আসছিল।  সেই ট্রেনের নীচে কাটা পড়ে কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে বলেই খবর। আহত আরও বেশ কয়েকজন।

ইতিমধ্যেই রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এই দুর্ঘটনার পরই রেলওয়ে বোর্ডের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মুম্বই লোকাল ট্রেনের জন্য নতুন যে সমস্ত রেক তৈরি হবে, তাতে অটোমেটিক দরজা বন্ধ হওয়ার সুবিধা থাকবে। বর্তমানে যে লোকাল ট্রেনগুলি চলছে, সেই রেকগুলিও রি-ডিজাইন করে অটোমেটিক ডোর বসানো হবে, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা আর না ঘটে।