চণ্ডীগঢ়: ইদের দিনেও খোলা স্কুল। সাতসকালে ঘুম থেকে উঠে স্কুলে যাচ্ছিল খুদে পড়ুয়ারা। মাঝপথেই থেমে গেল তাদের জীবন। দুর্ঘটনার মুখে স্কুল বাস। মৃত্যু হল ৬ পড়ুয়ার। আহত আরও কমপক্ষে ১২ পডুয়া। বৃহস্পতিবার সকালে হরিয়ানার নারনাউলে পথ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে হরিয়ানার মহেন্দ্রগড়ে। জিএল পাবলিক স্কুলের বাস এটি। ইদ থাকা সত্ত্বেও আজ স্কুল খোলা ছিল। বাসে করে পড়ুয়ারা স্কুলে যাচ্ছিল। বাসে কমপক্ষে ৪০ জন পড়ুয়া ছিল। কানিনার উনহানি গ্রামের কাছে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। সজোরে গিয়ে ধাক্কা মারে একটি গাছে। সঙ্গে সঙ্গেই উল্টে যায় বাস।
#WATCH | Five students dead, 15 injured after a private school bus meets with an accident in Mahendragarh’s Kanina, in Haryana. pic.twitter.com/jhRvJo0hXg
— ANI (@ANI) April 11, 2024
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই স্কুল বাসের চালক মদ্যপ অবস্থায় ছিলেন। নেশার ঘোরেই তিনি স্টিয়ারিংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারেন। গাড়ির কাগজ খতিয়ে দেখে জানা গিয়েছে, ৬ বছর আগেই বাসের ফিটনেস সার্টিফিকেটের মেয়াদ ফুরিয়ে গিয়েছে। তারপরও কীভাবে এত বছর ধরে বাসটি চলছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।