জয়পুর: হঠাৎ বিস্ফোরণ, সেখান থেকেই ভয়াবহ আগুন কেমিক্যাল কারখানায়। ঝলসে গেলেন ৬ জন কর্মী। গুরুতর আহত আরও একজন। ভয়াবহ অগ্নিকাণ্ডটি ঘটেছে জয়পুরের বাস্সি এলাকায়। শনিবার বিকেলে একটি কেমিক্যাল কারখানায় বয়লারে হঠাৎ বিস্ফোরণ হয়। বিষাক্ত রাসায়নিক লেগে ঝলসে যান কয়েকজন শ্রমিক। এরপর ওই রাসায়নিক থেকেই কারখানায় আগুন লেগে যায়। পুড়ে মৃত্যু হয় ছয়জন শ্রমিকের।
জানা গিয়েছে, রাজস্থানের জয়পুরের ওই কেমিক্যাল কারখানায় শনিবার সন্ধে নাগাদ হঠাৎ বিস্ফোরণ হয়। কারখানার বয়লারে বিস্ফোরণ হয়। বয়লার ফেটে রাসায়নিক ছড়িয়ে পড়ে কারখানায়। সেখান থেকেই নিমেষে আগুনও লেগে যায়। বাকি শ্রমিকরা কোনওমতে রক্ষা পেলেও, কারখানার ভিতরেই অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু হয় ৫ জনের।
#WATCH | Rajasthan | At least five people died, and two injured after a massive fire broke out at a chemical factory in Bassi, Jaipur. Nine fire tenders present at the spot. More details awaited: DCP (East) Kavendra Singh Sagar pic.twitter.com/7Ifgv785A0
— ANI (@ANI) March 23, 2024
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। দমকলের ৯টি ইঞ্জিন ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে জয়পুরের সেওয়াই মান সিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আরেক শ্রমিকের মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে খবর, ওই ব্যক্তির শরীরের ৯৫ শতাংশই পুড়ে গিয়েছিল।গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি আরও একজন। তাঁর শরীরের ৬৫ শতাংশ পুড়ে গিয়েছে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি।
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনার পরই কারখানার শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। কারখানার মালিকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি করেন। পুলিশের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার পর থেকেই মালিক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চলছে।
দুর্ঘটনার খবর পেয়েই শোক প্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা। তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং আহতদের সবরকমভাবে সাহায্যের আশ্বাস দিয়েছেন।