
বেঙ্গালুরু: ১৮ বছর পর প্রথমবার আইপিএল ট্রফি এসেছে ঘরে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয়ের পরই ঘরে আয়োজন করা হয়েছিল বিজয় উৎসবের। বেঙ্গালুরুতে আরসিবির বিজয় মিছিলে অংশ নিতে গিয়েই পদপিষ্ট হয়ে মৃত্যু হল কমপক্ষে ১০ জনের। আহত আরও ৫০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা।
এই প্রথম আইপিএলে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। জয়ের উদযাপনের জন্যই কর্নাটক সরকারের তরফে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে এই অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানকে কেন্দ্র করেই পদপিষ্টের ঘটনা ঘটে।
Such Pathetic Management in Bengaluru Chinnaswamy Stadium , they were there to celebrate and now it is becoming tragedy.
— Ctrl C Ctrl Memes (@Ctrlmemes_) June 4, 2025
জয়ী আরসিবি টিমকে দেখতে বিপুল জনসমাগম হয়েছিল। বিরাট বাহিনী চিন্নাস্বামী স্টেডিয়ামের কাছে পৌঁছতেই ধাক্কাধাক্কি শুরু হয়। স্টেডিয়ামের এন্ট্রি গেটের কাছে হুড়োহুড়িতে অনেকে ধাক্কা খেয়ে পড়ে যান। ভিড়ের চাপে তাদের মাড়িয়েই চলে যায় লোকজন। পদপিষ্টের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক বিশৃঙ্খলা ছড়িয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
Chinnaswamy Stadium under choas. Gates are not opened at the right time. Crowd acted crazy and broke the gates and entered which led to Stampede.
Pathetic management by Government and Stadium authority. pic.twitter.com/OtLOgfa49B
— 👑Che_Krishna🇮🇳💛❤️ (@CheKrishnaCk_) June 4, 2025
পুলিশ মোতায়েন থাকলেও, তারা এই ভিড় নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। দুর্ঘটনার খবর শুনেই কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার বলেন, “কতজনের মৃত্যু হয়েছে, তা আমি এখনও নিশ্চিতভাবে বলতে পারছি না। স্টেডিয়ামে যাচ্ছি আমি। বিপুল জনসমাগম হয়েছে, আমরাও ৫ হাজার বাহিনী মোতায়েন করেছিলাম। যুবকদের উপরে তো লাঠিচার্জ করতে পারি না।”