AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Terrorist killed: পহেলগাঁওয়ের হামলার পর অনুপ্রবেশের চেষ্টা, মুখের মতো জবাব দিল ভারত, নিকেশ ২ জঙ্গি

Terrorist killed: বারামুল্লার উরি নালা সীমান্ত দিয়ে ২-৩ জন জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করে। সীমান্তে মোতায়েন জওয়ানরা তাদের গতিবিধি লক্ষ্য করেই জবাব দেয়। ২ পক্ষের গুলির লড়াই শুরু হয়।" প্রায় ঘণ্টাখানেকের গুলির লড়াইয়ে দুই জঙ্গি নিকেশ হয়েছে বলে চিনার কর্পসের তরফে জানানো হয়।

Terrorist killed: পহেলগাঁওয়ের হামলার পর অনুপ্রবেশের চেষ্টা, মুখের মতো জবাব দিল ভারত, নিকেশ ২ জঙ্গি
ফাইল ফোটো
| Updated on: Apr 23, 2025 | 11:23 AM
Share

শ্রীনগর: পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলার কয়েকঘণ্টার মধ্যে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা। বারামুল্লা জেলায় সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে জঙ্গিরা। উপযুক্ত জবাব দেন ভারতীয় জওয়ানরা। কমপক্ষে ২ জঙ্গি নিকেশ হয়েছে বলে জানা গিয়েছে। তাদের কাছ থেকে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।

গতকাল পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা চালিয়েছিল জঙ্গি। নাম জেনে বেছে বেছে হিন্দুদের হত্যা করা হয়। নারকীয় সেই হত্যার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে জঙ্গি সংগঠন। হামলায় ষড়যন্ত্রকারীরা ছাড় পাবে না বলে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ওই হামলার কয়েকঘণ্টার মধ্যেই বারামুল্লা জেলায় সীমান্ত দিয়ে জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করে। এক্স হ্যান্ডলে চিনার কর্পসের তরফে জানানো হয়েছে, “বারামুল্লার উরি নালা সীমান্ত দিয়ে ২-৩ জন জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করে। সীমান্তে মোতায়েন জওয়ানরা তাদের গতিবিধি লক্ষ্য করেই জবাব দেয়। ২ পক্ষের গুলির লড়াই শুরু হয়।” প্রায় ঘণ্টাখানেকের গুলির লড়াইয়ে দুই জঙ্গি নিকেশ হয়েছে বলে চিনার কর্পসের তরফে জানানো হয়।

নিহত জঙ্গিদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। আরও কোনও জঙ্গি সেখানে রয়েছে কি না, তা দেখতে তল্লাশি শুরু হয়েছে। পহেলগাঁওয়ে হামলার পর বর্তমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করেছিল বলে মনে করা হচ্ছে। সেনার তরফে অবশ্য স্পষ্ট করা হয়েছে, সীমান্তে সবসময় সতর্ক থাকেন জওয়ানরা। অনুপ্রবেশের যেকোনও চেষ্টাই ব্যর্থ করতে প্রস্তুত তাঁরা।