অমরাবতী: অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির বিরুদ্ধে উঠল খুনের চেষ্টার অভিযোগ। জানা গিয়েছে, ওয়াইএসআর কংগ্রেসের প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি এবং দুইজন আইপিএস অফিসারের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের করেছেন শাসক দল টিডিপির এক বিধায়ক।
তেলুগু দেশম পার্টির বিধায়ক কে রঘুরাম কৃষ্ণ রাজু পুলিশে এফআইআর করেছেন। অভিযোগ, অপরাধমূলক ষড়যন্ত্র করা হচ্ছে তাঁর বিরুদ্ধে। জগন্মোহন রেড্ডি, আইপিএস অফিসার পিভি সুনীল কুমার, পিএসআর সীতারমনজানেইউলু, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার আর বিজয় পাল ও গুন্টুর সরকারি জেনারেল হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট জি প্রভায়তের বিরুদ্ধে খুনের প্রচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
জানা গিয়েছে, এক মাস আগে ইমেইল মারফত টিডিপি বিধায়ক পুলিশে অভিযোগ জানান। আইনি পরামর্শ নিয়ে এরপর গত বৃহস্পতিবার প্রাক্তন মুখ্য়মন্ত্রী ও অন্যান্যদের বিরুদ্ধে অভিযোগ জানান। তিন বছর আগে একটি মামলায় অভিযোগ জানানো হয়েছে। ২০২১ সালে পুলিশ হেফাজতে তাঁর উপরে অত্যাচার করা হয়েছিল। ২০২১ সালে, কোভিডকালে তাঁকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছিল এবং ষড়যন্ত্র করা হয়েছিল।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, “আমার বিরুদ্ধে অন্দ্র প্রদেশ সরকার মিথ্যা সিবি-সিআইডি মামলা দায়ের করা হয়েছিল। আমায় অত্যাচার করা হয়েছিল, পুলিশের গাড়ির ভিতর আমায় মারধর করা হয়েছিল। জোর করে আমায় গুন্টুরে নিয়ে যাওয়া হয়েছিল।”
ওই বিধায়ক অভিযোগ করেছেন, গ্রেফতারির কয়েক সপ্তাহ আগেই তাঁর ওপেন হার্ট সার্জারি হয়েছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির বিরুদ্ধে মন্তব্য করায়, তাঁকে খুন করার হুমকিও দেওয়া হয়েছিল। গুন্টুর হাসপাতালে তাঁকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হলেও, সেখানে মিথ্যা রিপোর্ট দেওয়া হয়েছিল যে তাঁর শরীরে আঘাতের কোনও চিহ্ন নেই।