Pravasi Gujarati Parv 2024: প্রবাসী গুজরাটি পরবে থাকবেন উগান্ডার কিকাফুন্ডা এবং অস্ট্রেলিয়ার ফিন

Feb 09, 2024 | 6:25 PM

বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সফল গুজরাটিদের এক ছাদের তলায় আনার জন্য এই উদ্যোগ সেই অনুষ্ঠানে শনিবার উপস্থিত থাকবেন উগান্ডার হাই কমিশনার জয়েস কিকাফুন্ডা। এর পাশাপাশি অস্ট্রেলিয়ার রাজনীতিক জুলিয়া ডরোর্থি ফিনও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।

Pravasi Gujarati Parv 2024: প্রবাসী গুজরাটি পরবে থাকবেন উগান্ডার কিকাফুন্ডা এবং অস্ট্রেলিয়ার ফিন
প্রবাসী গুজরাটি পরব

Follow Us

আহমেদাবাদ: গুজরাটের আহমেদাবাদে ১০ ফেব্রুয়ারি, শনিবার অনুষ্ঠিত হবে প্রবাসী গুজরাটি পরব। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সফল গুজরাটিদের এক ছাদের তলায় আনার জন্য এই উদ্যোগ সেই অনুষ্ঠানে শনিবার উপস্থিত থাকবেন উগান্ডার হাই কমিশনার জয়েস কিকাফুন্ডা। এর পাশাপাশি অস্ট্রেলিয়ার রাজনীতিক জুলিয়া ডরোর্থি ফিনও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।

প্রবাসী গুজরাটি পরব ২০২৪ অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পাদর চড়েছে আহমেদাবাদে। বিভিন্ন ক্ষেত্রের গুজরাটি কৃতীদের দেখা যাবে সেখানে।

জয়েস কিকফুন্ডা কে?

জয়েস কাকুরামাতসি কিকাফুন্ডা এক জন উগান্ডান ডিপ্লোম্যাট এবং অ্যাকাডেমিক। তিনি ২০১৩ সাল থেকেই ব্রিটেনে উগান্ডার হাই কমিশনার হিসাবে কর্মরত। তিনি এগ্রিকালচার এবং ফুড সায়েন্সের প্রফেসরও। মাকেরেরে বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হিসাবে কাজ করেন তিনি। ছোটদের অপুষ্টি এবং দারিদ্র দূরীকরণ নিয়ে কাজ করেন তিনি।

জুলিয়া ফিন কে?

জুলিয়া ফিন এক জন অস্ট্রেলিয়ান রাজনীতিক। নিউ সাউথ ওয়েলস অ্যাসেম্বলির সদস্য তিনি। ১৯৯৯ থেকে ২০১২ সাল পর্যন্ত পারামাট্টা সিটি কাউন্সিলের সদস্য ছিলেন তিনি। মাত্র ৩১ বছর বয়সে মেয়র হয়েছিলেন তিনি।

Next Article