Ayodhya Ram Mandir: বিগবি থেকে টাটা-অম্বানী, রাম মন্দিরের উদ্বোধনে আমন্ত্রণ পেলেন কারা?

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Dec 07, 2023 | 12:18 PM

Ram Mandir Inauguration: আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে কোলে করে রামলালার মূর্তি প্রতিষ্ঠা করবেন মন্দিরের গর্ভগৃহে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আরএসএস প্রধান মোহন ভাগবত।

Ayodhya Ram Mandir: বিগবি থেকে টাটা-অম্বানী, রাম মন্দিরের উদ্বোধনে আমন্ত্রণ পেলেন কারা?
রাম মন্দিরের উদ্বোধনে থাকবেন কারা?
Image Credit source: TV9 Bangla

Follow Us

অযোধ্যা: অপেক্ষার আর মাত্র কয়েকটা দিন। নতুন বছরেই পুণ্যার্থীদের জন্য খুলে যাচ্ছে অযোধ্য়ার রাম মন্দিরের দরজা। আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে কোলে করে রামলালার মূর্তি প্রতিষ্ঠা করবেন মন্দিরের গর্ভগৃহে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আরএসএস প্রধান মোহন ভাগবত। রাম মন্দিরের উদ্বোধনে ৭ হাজার আমন্ত্রণ পাঠানো হয়েছে দেশের বিভিন্ন ক্ষেত্রের গণ্যমান্য ব্যক্তিদের। এই তালিকায় কারা রয়েছে জানেন?

জানা গিয়েছে, অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়েছে ক্রিকেটার সচিন তেন্ডুলকর থেকে বিরাট কোহলি। এছাড়া শিল্পপতি মুকেশ অম্বানী, গৌতম আদানি ও রতন টাটাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ পেয়েছেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনও। এছাড়া অরুণ গোভিল ও দীপিকা চিখিলা, যারা রামায়ণ সিরিয়ালে রাম ও সীতার চরিত্রে অভিনয় করেছিলেন, তাঁদেরও আমন্ত্রণ জানানো হয়েছিলেন।

রাম মন্দির ট্রাস্টের তরফে জানানো হয়েছে, ৭ হাজারেরও বেশি আমন্ত্রণ পাঠানো হয়েছে। এরমধ্যে ৩ হাজার জন ভিআইপি অতিথি রয়েছেন। এছাড়াও আরএসএস প্রধান মোহন ভাগবত, রামদেব, ৪ হাজার ধর্মগুরু, লেখক, বিচারপতি, সাংবাদিক, বৈজ্ঞানিক, অবসরপ্রাপ্ত সেনা কর্মী, পদ্ম পুরস্কার প্রাপ্ত ও অন্য়ান্য বিখ্যাত ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে।

রাম জন্মভূমি ট্রাস্টের জেনারেল সেক্রেটারি চম্পত রাই বলেন, “৫০টি দেশ থেকে প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। রাম মন্দির আন্দোলনে যে ৫০ জন করসেবক প্রাণ হারিয়েছিলেন, তাদের পরিবারকেও আমন্ত্রণ জানানো হয়েছে।”

কেমন হবে রামলালার মূর্তি?

চম্পত রাই বলেন, “রাম মন্দিরে পাঁচ বছরের শিশুর রূপে রামলালার মূর্তি স্থাপন করা হবে। এর জন্য তিনটি মূর্তি তৈরি করা হয়েছে। কর্নাটক ও রাজস্থান থেকে দুটি পাথর এনে, সেই পাথর কেটে মূর্তিগুলি বানানো হয়েছে। মূর্তি তৈরির কাজ প্রায় শেষ। যে মূর্তিটি সবথেকে সুন্দর তৈরি হবে, সেটিই স্থাপন করা হবে।”

Next Article
Fire in Howrah Jan Shatabdi Video: হাওড়াগামী জনশতাব্দীতে আগুন, ধোঁয়ায় ঢাকল ট্রেন, আতঙ্কে হুড়মুড়িয়ে নামলেন যাত্রীরা
Suicide Case: BMW, ১৫ একর জমি, ১৫০ সোনার গহনা না পেয়ে বিয়ে ভাঙল প্রেমিক, পণের চাপে আত্মহত্যা চিকিৎসকের