
অযোধ্যা: অযোধ্যার (Ayodhya) রাম মন্দিরের (Ram Temple) কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী ২২ জানুয়ারি বিশেষ পুজোর মাধ্যমে মন্দিরের দ্বারোদ্ঘাটন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তবে সেদিন মন্দিরে সর্বসাধারণের প্রবেশের অনুমতি নেই। দ্বারোদ্ঘাটনের পরদিন অর্থাৎ ২৩ জানুয়ারি থেকে সর্বসাধারণের জন্য মন্দিরের দ্বার উন্মুক্ত করা হবে। শ্রী রাম জন্মভূমি ট্রাস্টের তরফে একথা জানানো হয়েছে।
শ্রী রাম জন্মভূমি ট্রাস্টের অন্যতম কর্ণধার শ্রী বিশ্বপ্রসন্ন তীর্থ ম্যাঙ্গালুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “আগামী ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শ্রী রামের মূর্তি প্রতিষ্ঠিত হবে এবং রাম মন্দিরের উদ্বোধন হবে। নিরাপত্তা ও অন্যান্য কারণে রাম মন্দিরের উদ্বোধনের দিন সকলকে মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। পুণ্যার্থীরা নিজেদের গ্রাম বা শহরে বড় স্ক্রিনে মূর্তি প্রতিস্থাপন ও রাম মন্দির উদ্বোধনের লাইভ অনুষ্ঠান দেখতে পারবেন। তার পরদিন, ২৩ জানুয়ারি থেকে পুণ্যার্থীরা মন্দিরে প্রবেশ করতে পারবেন।”
শ্রী বিশ্বপ্রসন্ন তীর্থ আরও জানান, রাম মন্দিরে শ্রী রামের বিগ্রহ প্রতিস্থাপনের পর সমগ্র অযোধ্যায় মান্ডালা উৎসব হবে। অর্থাৎ বিগ্রহ প্রতিস্থাপনের পরদিন, আগামী ২৩ জানুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত এই উৎসব চলবে। এই উৎসবে শ্রী রামের অভিষেক-সহ নানান পুজো-অনুষ্ঠান চলবে। এই সময়ে পুণ্যার্থীরা মন্দিরে প্রবেশ করতে পারবেন এবং পুজোয় সামিল হতে পারবেন।