Anubrata Mondal: অনুব্রত-জামিন মামলায় সিবিআইকে নোটিস সুপ্রিম কোর্টের

Anubrata Mondal: গরু পাচার মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। গত জানুয়ারি মাসে কলকাতা হাইকোর্ট অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ করে দেয়। সিবিআই প্রথম থেকেই আদালতে জানিয়েছে, অনুব্রত মণ্ডলকে জামিন দিলে তদন্ত ব্যাহত হতে পারে

Anubrata Mondal: অনুব্রত-জামিন মামলায় সিবিআইকে নোটিস সুপ্রিম কোর্টের
অনুব্রত মণ্ডলের জামিন মামলা। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 18, 2023 | 3:08 PM

নয়াদিল্লি: অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের প্রেক্ষিতে সিবিআইকে নোটিস দিল সুপ্রিম কোর্ট। সোমবার দেশের শীর্ষ আদালত সিবিআইকে এই নোটিস দেয়। অনুব্রত মণ্ডলের আইনজীবী মুকুল রোহতগি বলেন, ‘এই মামলায় জড়িত অনেকেই ইতিমধ্যে জামিন পেয়েছেন। পাঁচটি চার্জশিট ফাইল হয়েছে। অনুব্রত মণ্ডল একমাত্র জেলে আছেন। ১৪ মাস ধরে জেলে আছেন উনি।’ বিচারপতি অনিরুদ্ধ বোস ও বিচারপতি বেলা এম ত্রিবেদীর এজলাসে এদিন মামলার শুনানি ছিল। তদন্ত এখন কোন পর্যায়ে আছে তা জানতে সিবিআইকে নোটিস জারি করল আদালত।

গরু পাচার মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। গত জানুয়ারি মাসে কলকাতা হাইকোর্ট অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ করে দেয়। সিবিআই প্রথম থেকেই আদালতে জানিয়েছে, অনুব্রত মণ্ডলকে জামিন দিলে তদন্ত ব্যাহত হতে পারে। এক্ষেত্রে সিবিআইয়ের হাতিয়ার অনুব্রতর প্রভাবশালী তকমা।

সিবিআইয়ের দাবি, অনুব্রত বীরভূমের জেলা সভাপতি পদে থেকেছেন বছরের পর বছর। সে জেলায় কার্যত তাঁর একচ্ছত্র অধিকার চলেছে। সেই ক্ষমতাকে কাজে লাগিয়েই গরু পাচারের মতো ঘটনায় যোগ রয়েছে তাঁর। পাল্টা অনুব্রতর আইনজীবীও বারবার আদালতে দাবি করেছেন, এই সব দাবির কোনও বাস্তব ভিত্তি নেই। এই আবহে অনুব্রতর জামিন মামলায় সিবিআইকে নোটিস দিল সুপ্রিম কোর্ট।