Waqf Bill: ওয়াকফ নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, খুশি বনবাসী কল্যাণ আশ্রম

Waqf Bill: বনবাসী কল্যাণ আশ্রমের সর্বভারতীয় সভাপতি সত্যেন্দ্র সিং বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের প্রতি আলাদা করে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। উপজাতিদের জমি সুরক্ষিত করার জন্য তাঁদের অভিনন্দনও জানিয়েছেন।

Waqf Bill: ওয়াকফ নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, খুশি বনবাসী কল্যাণ আশ্রম
ওয়াকফ নিয়ে চর্চা চলছে দেশজুড়ে Image Credit source: Facebook

| Edited By: জয়দীপ দাস

Apr 04, 2025 | 12:07 AM

কলকাতা: ওয়াকফের আওতা থেকে বাদ দেওয়া হয়েছে আদিবাসীদের জমি। কেন্দ্রীয় সরকারকে অভিনন্দন জানাল বনবাসী কল্যাণ আশ্রম। ইতিমধ্যেই আশ্রমের তরফ থেকে এ নিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। বুধবারই লোকসভায় ওয়াকফ বিল পেশ করেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু। চলে জোরদার আলোচনা। বিলটি পাশ হতে হতে মধ্যরাত গড়িয়ে যায়। তা নিয়েই এখন জোর চর্চা গোটা দেশে। এদিকে ওয়াকফ নিয়ে যৌথ সংসদীয় কমিটির কাছে আগেই নিজেদের মতামত জানিয়েছিল বনবাসী কল্যাণ আশ্রম। 

স্পষ্ট বলা হয়েছিল, সংবিধান এবং আইন লঙ্ঘন করে উপজাতি এলাকাগুলিতে বিপুল পরিমাণ ওয়াকফ জমি বেআইনিভাবে ‘হাতিয়ে’ নেওয়া হয়েছে। এই সত্য জানার পরই, জেপিসি তার সরকারের কাছে তাদের রিপোর্ট পাঠায়। যে ওয়াকফ বিলে যাতে উপজাতী জমির সুরক্ষার জন্য আলাদা বিধান আনা হয়, সে কথাও স্পষ্ট ভাবে বলা হয়। শেষ পর্যন্ত সরকার তাঁদের কথাকে মান্যতা দেওয়ায় খুশি বনবাসী কল্যাণ আশ্রমের কার্যকর্তারা। 

বনবাসী কল্যাণ আশ্রমের সর্বভারতীয় সভাপতি সত্যেন্দ্র সিং বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের প্রতি আলাদা করে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। উপজাতিদের জমি সুরক্ষিত করার জন্য তাঁদের অভিনন্দনও জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তিতে তাঁরা লিখছেন, ‘গত ১৫ দিনের বনবাসী কল্যাণ আশ্রমের নিরন্তর প্রচেষ্টার ফলস্বরূপ, সংখ্যালঘু বিষয়ক মাননীয় মন্ত্রী শ্রী কিরেন রিজিজু লোকসভায় ঘোষণা করেছেন যে উপজাতি অধ্যুষিত রাজ্যগুলিতে উপজাতিদের জমি ওয়াকফের আওতার বাইরে থাকবে। এই বিধান সহ এই বিলটি লোকসভায় পাস হয়েছে। এটা খুবই ভাল সিদ্ধান্ত।’