নয়া দিল্লি: কথায় আছে, “একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর”। ছড়াচ্ছে বিদ্বেষের আগুন। প্রতিবেশীদের থেকে বিপদ বাড়ছে ভারতের। আগে চিন, পাকিস্তান মাথাব্যথার কারণ ছিল, এখন চিন্তা বাড়াচ্ছে বাংলাদেশও। এই জটিল পরিস্থিতির মাঝেই কেন্দ্রের বড় পদক্ষেপ। ভারতীয় সেনার শক্তি বাড়াতে ২০ হাজার কোটি টাকা খরচ করতে চলেছে সরকার।
ভারতীয় বায়ুসেনার ক্ষমতা বাড়ানোর জন্য ১২টি সু-৩০ এমকেআই ফাইটার জেট এবং ১০০টি কে-৯ বজ্র সেল্ফ প্রপেলড হাউৎজ়ার কিনছে কেন্দ্র। ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির তরফে এর জন্য দুটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে, যাতে খরচ হবে ২০ হাজার কোটি টাকা।
সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, ইতিমধ্যেই এই দুই প্রকল্পের চুক্তি স্বাক্ষর হয়ে গিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। আনুমানিক ১৩ হাজার ৫০০ কোটি টাকা খরচ হতে পারে। এই যুদ্ধবিমানের ৬২.৬ শতাংশই নাসিকে তৈরি হবে।
অন্যদিকে, ১০০টি সেল্ফ প্রপেলড হাউৎজার তৈরি হবে গুজরাটে। লারসেন অ্যান্ড ট্রুব্রো এর বরাত পেয়েছে। এই হাইৎজার গানের ওজন ৫০ টন। ৪৩ কিলোমিটার দূরত্ব থেকে ৪৭ কেজি বোমা ছুড়তে পারে।