৯ বছর ধরে দাঁড়িয়েই রয়েছে, এক চুলও নড়ে না! এবার ৪ কোটি টাকা দিতে হবে বাংলাদেশকে

Raipur Airport: ৪ কোটি টাকা পার্কিং ফি বকেয়া রয়েছে! না গাড়ির নয়, এই পার্কিং ফি হল বিমানের। কিন্তু এত পার্কিং ফি বাকি রয়ে গেল কীভাবে।   

৯ বছর ধরে দাঁড়িয়েই রয়েছে, এক চুলও নড়ে না! এবার ৪ কোটি টাকা দিতে হবে বাংলাদেশকে
প্রতীকী চিত্রImage Credit source: Pixabay
Follow Us:
| Updated on: Aug 03, 2024 | 2:53 PM

রায়পুর: রাস্তাঘাটে কোথাও গাড়ি বা বাইক রাখলে দিতে হয় পার্কিং ফি। সাধারণত ঘণ্টার হিসাবেই পার্কিং ফি ধার্য হয়। যারা দীর্ঘ সময়ের জন্য পার্কিংয়ে গাড়ি বা বাইক রাখেন, তাদের হিসাব মাসের ভিত্তিতেই হয়। তবে যদি বলা হয়, কারোর ৪ কোটি টাকা পার্কিং ফি বকেয়া রয়েছে! না গাড়ির নয়, এই পার্কিং ফি হল বিমানের। কিন্তু এত পার্কিং ফি বাকি রয়ে গেল কীভাবে।

ছত্তীসগঢ়ের রায়পুরে দাঁড়িয়ে রয়েছে একটি বিমান। জানা গিয়েছে, বাংলাদেশের বিমান এটি। ৯ বছর ধরে রায়পুরের বিমানবন্দরে দাঁড়িয়ে রয়েছে বিমানটি। আর তাতেই পার্কিং ফি বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ কোটি টাকা!

জানা গিয়েছে, বাংলাদেশের ইউনাইটেড এয়ারওয়েজের এমডি ৮৩ বিমানটি দীর্ঘ ৯ বছর দাঁড়িয়ে রয়েছে। রায়পুর বিমানবন্দর কর্তৃপক্ষ গত ৯ বছরে ৯০ বারেরও বেশি চিঠি লিখেছে, ইমেল পাঠিয়ে বকেয়া পার্কিং ফি দিতে বলেছে। কিন্তু বাংলাদেশ এয়ারলাইন্স কোনও জবাব দেয়নি বা ফি -ও পরিশোধ করেনি।

শেষে বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানটিকে নিলামে তোলারও পরিকল্পনা করে। কিন্তু আইনি জটিলতার কারণে তা সম্ভব হয়নি। ফলে এখনও রায়পুরের বিমানবন্দরেই দাঁড়িয়ে বাংলাদেশের বিমানটি। তার পার্কিং ফি-ও বেড়ে চলেছে উত্তরোত্তর।

কোথা থেকে এল বাংলাদেশি বিমান? 

জানা গিয়েছে, ২০১৫ সালের ৭ অগস্ট ১৭৩ জন যাত্রীকে নিয়ে ঢাকা থেকে মাসকট যাচ্ছিল বাংলাদেশি বিমানটি। যাওয়ার পথে বিমানটির ইঞ্জিন বিকল হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে রায়পুরের বিবেকানন্দ বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। বিকল্প ফ্লাইটে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়া হলেও, বাংলাদেশ আর বিকল বিমানটি ফেরত নিয়ে যায়নি। সেই সময় থেকেই রায়পুরে রয়ে গিয়েছে বাংলাদেশি বিমান।