Bangladeshi: বাংলাদেশি রুবিনার পেটে পেটে এত বুদ্ধি! ভারতে লুকিয়েছিল, ভিড়ের সুযোগ নিয়ে পুলিশের সঙ্গে যা করল…

Bangladeshi: গত ৭ অগস্ট ভাসী পুলিশ তাঁকে গ্রেফতার করে। মহিলার নাম রুবিনা ইরশাদ শেখ (২৫)। তাঁর কাছ থেকে ভুয়ো ভারতীয় পাসপোর্ট উদ্ধার হয়। জেরা করে জানা যায়, নকল জন্ম সার্টিফিকেট দিয়ে এই পাসপোর্ট তৈরি করেছিল রুবিনা।

Bangladeshi: বাংলাদেশি রুবিনার পেটে পেটে এত বুদ্ধি! ভারতে লুকিয়েছিল, ভিড়ের সুযোগ নিয়ে পুলিশের সঙ্গে যা করল...
প্রতীকী চিত্র।Image Credit source: Meta AI

|

Aug 16, 2025 | 1:53 PM

মুম্বই: আদতে বাংলাদেশি, ভুয়ো নথি বানিয়ে লুকিয়ে ছিল ভারতে। অনেক খুঁজে তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ, তবে সেখান থেকেও পালিয়ে গেল বাংলাদেশি মহিলা। তিনি আবার গর্ভবতী। এখন শহরজুড়ে ওই বাংলাদেশি মহিলার খোঁজ চলছে।

এক বাংলাদেশি মহিলা, যিনি পাঁচ মাসের গর্ভবতী, তাঁকে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশ। গত ৭ অগস্ট ভাসী পুলিশ তাঁকে গ্রেফতার করে। মহিলার নাম রুবিনা ইরশাদ শেখ (২৫)। তাঁর কাছ থেকে ভুয়ো ভারতীয় পাসপোর্ট উদ্ধার হয়। জেরা করে জানা যায়, নকল জন্ম সার্টিফিকেট দিয়ে এই পাসপোর্ট তৈরি করেছিল রুবিনা। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়। বাইকুল্লা মহিলা জেলে বন্দি ছিলেন ওই বাংলাদেশি যুবতী।

গত বৃহস্পতিবার জ্বর, সর্দিকাশি, স্কিন ইনফেকশন নিয়ে তাঁকে মুম্বইয়ের জে জে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর প্রেগন্যান্সির চেকআপও ছিল। হাসপাতাল থেকেই ওই মহিলা পুলিশকে ধাক্কা মেরে পালিয়ে যান। হাসপাতালে প্রচুর ভিড় থাকায় সেই ভিড়ে মিশে উধাও হয়ে যান। এখন পুলিশ গোটা মুম্বই জুড়ে রুবিনার খোঁজ চালাচ্ছে।