
নয়া দিল্লি: একদিকে পাকিস্তানিদের নিয়ে মাথাব্যথা, অন্যদিকে চিন্তা বাড়াচ্ছে বাংলাদেশী অনুপ্রবেশকারীরাও। এবার দিল্লি পুলিশের হাতে গ্রেফতার ছয় বাংলাদেশি মহিলা। এদের কারোর কাছেই বৈধ নথি ছিল না।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে নয়া দিল্লির পাহাড়গঞ্জ এলাকা থেকে এক বাংলাদেশি মহিলাকে আটক করা হয়। তাঁকে জেরা করে আরও পাঁচজনকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। এরা সকলেই পাহাড়গঞ্জে লুকিয়ে বসবাস করছিল। কারোর কাছেই বৈধ নথি নেই।
গ্রেফতার হওয়া বাংলাদেশি মহিলাদের নাম মিম আখতার (২৩), মীনা বেগম (৩৫), শেখ মুন্নি (৩৬), পাভাল শেখ (২৫), সোনিয়া আখতার (৩৬), তানিয়া খান (৩৪)।
পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃত সকল মহিলাদের বাংলাদেশ ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে দিল্লি পুলিশ।
প্রসঙ্গত, গত বছরই এই তথ্য সামনে আসে যে দিল্লিতে বিপুল সংখ্যক বাংলাদেশি অনুপ্রবেশকারী, যাদের কাছে ভারতের কোনও বৈধ নথি নেই, তারা বসবাস করছে। এরপরই দিল্লি পুলিশ অভিযানে নামে। বিভিন্ন এলাকায়, বস্তিতে তল্লাশি চালিয়ে প্রচুর বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। এখনও দিল্লিতে একটা বড় সংখ্যক বাংলাদেশি রয়েছে বলেই জানা গিয়েছে।
বাংলাদেশি অভিযানে নেমেই সম্প্রতি দিল্লি পুলিশ জানিয়েছে, ভারতীয় নাগরিকের পরিচয় হিসাবে শুধুমাত্র ভোটার কার্ডই গণ্য করা হবে। আধার কার্ড, প্যান কার্ড বা রেশন কার্ডের মতো পরিচয়পত্র গ্রহণ করা হবে না।