আগরতলা: বাংলাদেশকে নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল ত্রিপুরা। সম্প্রতি, বাংলাদেশে যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে তার প্রেক্ষিতে দাঁড়িয়েই এই সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার। এবার থেকে বাংলাদেশের নাগরিকরা ত্রিপুরায় আর কোনও হোটেল পরিষেবা পাবে না। জানিয়ে দিল ত্রিপুরার হোটেল আর রেস্তোরাঁ মালিকদের সংগঠন।
সোমবার সেখানে হোটেল মালিকরা বৈঠক করেন। সেই বৈঠক থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। হোটেল মালিকরা একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন, বাংলাদেশের নাগরিকরা এ রাজ্যে এলে আমরা তাঁদের সম্মান দিয়ে থাকি। তাঁদের পরিষেবার কোনও ত্রুটি হয় না। অথচ, সাম্প্রতিক সময়ে সে দেশের এক শ্রেণির জনগণ ভারতের পতাকার অপমান করার পাশাপাশি সংখ্যালঘুদের উপর অত্যাচার করছে। তারই প্রতিবাদে ত্রিপুরার হোটেল মালিকরা সিদ্ধান্ত নিয়েছে, এবার থেকে কোনও বাংলাদেশি ত্রিপুরায় আর কোনও হোটেল পরিষেবা পাবেন না।
প্রসঙ্গত, বাংলাদেশ থেকে প্রচুর মানুষ বিভিন্ন কাজে আসেন ভারতে। ভাষার সাদৃশ্য থাকায় সে দেশের বেশিরভাগ জনগণই ভারতে এসে থাকতে পছন্দ করেন ত্রিপুরা এবং কলকাতায়। এ রাজ্যে চিকিৎসার জন্য প্রচুর বাংলাদেশিরা আকছাড় এসেই থাকেন। ঠিক তেমনই ত্রিপুরাতেও অনেক বাংলাদেশি মানুষের আত্মীয় পরিজন বসবাস করেন। কেউ আসেন তাঁদের সঙ্গে দেখা করতে। কেউ বা নিছকই ঘুরতে। কিন্তু সম্প্রতি সে দেশের এক শ্রেণির মানুষের জেরে সম্পর্কে টানাপোড়েন পড়েছে দু’দেশের মধ্যে। এই আবহেই এবার বড় সিদ্ধান্ত নিল ত্রিপুরা।