চেন্নাই: পদত্যাগ করলেন তামিলনাড় মার্সেন্টাইল ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও এস কৃষ্ণান। ওই ব্যাঙ্ক থেকেই চেন্নাইয়ের এক ক্যাব চালকের অ্যাকাউন্টে ৯ হাজার কোটি টাকা চলে গিয়েছিল। পরে অবশ্য সেই টাকা ফেরত নেয় ব্যাঙ্ক। কিন্তু এই ঘটনার কয়েক দিন পরই পদত্যাগ করলেন ওই ব্যাঙ্কের সিইও। তবে পদত্যাগের কারণ হিসাবে তিনি ব্যক্তিগত সমস্যার কথা বলেছেন। পদত্যাগ পত্রে তিনি লিখেছেন, “যদিও আমার পদের মেয়াদের দুই তৃতীয়াংশ বাকি রয়েছে, কিন্তু আমি ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।” ২০২২ সালের সেপ্টেম্বরে ব্যাঙ্কের প্রধান হিসাবে দায়িত্ব নিয়েছিলেন তিনি।
গত সপ্তাহেই চেন্নাইয়ের এক ক্যাব চালকের অ্যাকাউন্টে ৯ হাজার কোটি টাকা ঢুকেছিল। এই পরিমাণ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে দেখে চমকে গিয়েছিলেন ওই গ্রাহক। ভুল করেই এই টাকা ট্রান্সফার হয়েছিল। এর পর অবশ্য সেই টাকা ফেরত পায় ব্যাঙ্ক। কিন্তু এই ঘটনা নিয়ে ব্যাপক শোরগোল পড়ে যায় ব্যাঙ্কের অন্দরে।
বৃহস্পতিবার তামিলনাড়ুর ওই ব্যাঙ্কের বোর্ড অব ডিরেক্টর্সের বৈঠক হয়। সেই বৈঠকেই কৃষ্ণানের পদত্যাগ পত্র গৃহীত হয়েছে বলে জানা গিয়েছে। এবং সেই পদত্যাগ পত্র রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কাছে পাঠানো হয়েছে।