
নয়া দিল্লি: এক মাস আগেই বন্দেমাতরম ইস্যুতে উত্তাল হয়েছিল সংসদ। বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরে বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়েছিল তৃণমূল। এবার নিঃশব্দে সেই বার্তা প্রজাতন্ত্র দিবসে বাংলার ট্যাবলোতেও। এবার প্রজাতন্ত্র দিবসের থিম বন্দেমাতরমের দেড়শ বছর। সেই থিমকে উপজীব্য করেই বাংলার ট্যাবলোর একেবারে সামনে থাকছেন আনন্দমঠ লেখায় মগ্ন বঙ্কিমচন্দ্র।
ট্যাবলোয় সুকৌশলে স্বমহিমায় স্থান দেওয়া হয়েছে রবীন্দ্রনাথকে। ট্যাবলোয় বাজবে কংগ্রেসের অধিবেশনে রবীন্দ্রনাথের সুরে বঙ্কিমচন্দ্রের বন্দেমাতরম গান। এছাড়াও শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের নেতাজির হুবহু প্রতিকৃতি থাকছে ট্যাবলোয়। জাতীয় পতাকা হাতে থাকছেন মাতঙ্গিনী হাজরাও। গড়ে তোলা হয়েছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ। ওয়াকিবহাল মহলের বড় অংশের মতে, বাংলার ভোট মরশুমে প্রজাতন্ত্র দিবসে বন্দেমাতরম থিম আদতে বাঙালি সেন্টিমেন্টকে ফুটিয়ে তোলার সুযোগ করে দিল তৃণমূল পরিচালিত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে।
প্রসঙ্গত, বিগত বছরগুলির দিকে দেখলে আমরা দেখব বারবারই বাংলা ট্যাবলো নিয়ে বিতর্ক বেড়েছে। কেন্দ্র-রাজ্য চাপানউতোরও কম হয়নি। গত বছর অনুমোদন পায়নি বাংলার ট্যাবলো। ২০২০ এবং ২০২২ সালেও প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাজ্যের ট্যাবলো বাতিল হয়ে যায়। বৈষ্যমের রাজনীতির অভিযোগে বারবারই কেন্দ্রের সুর চড়িয়েছে রাজ্য। কিন্তু এবার মিলেছে গ্রিন সিগন্যাল। পশ্চিমবঙ্গ সরকারের ডেপুটি ডিরেক্টর ইনফরমেশন, শাশ্বত দাঁ আগেই বলেছিলেন, বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ উপলক্ষে ‘বন্দে মাতরম’ই থিম করার কথা বলা হয় রাজ্যের তরফে। সেখানে বাংলার মনীষীদের মূর্তি রাখার কথাও বলা হয়। সেউ থিমে অনুমোদন মেলে কেন্দ্রের তরফে। বাছাইয়ের প্রাথমিক তালিকায় জায়গা করে নেয় বাংলা।