
আবুধাবি: সংযুক্ত আরব আমিরশাহি সফরে অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। সেখানে তিনি আবুধাবির বাপস হিন্দু মন্দির দর্শন করেন। আর এই দর্শনকে তাঁর জীবনের ‘অন্যতম অসাধারণ অভিজ্ঞতা’ বলে বর্ণনা করেছেন তিনি। ‘মাত্র পাঁচ বছরে আপনারা যা করেছেন, তা ইতিহাসে লেখা থাকবে’, বলেন তিনি।
আসলে আবুধাবির এই মন্দির শুধুমাত্র একটি পুজোর জায়গা বা ধর্মীয় স্থান, এমন বললে ভুল বলা হবে। এটি আসলে মানবতা ও ঐক্যের প্রতীক। মন্দিরের প্রবেশপথেই রয়েছে একটি 3D প্রিন্টেড ‘ওয়াল অফ হারমনি’। যেখানে সাম্যের বার্তা দেওয়া হয়েছে। এই ‘ওয়াল অফ হারমনি’ দর্শনের পর ‘ডিভাইন আই’ ভাস্কর্যটি দেখেও মুগ্ধ হয়ে যান চন্দ্রবাবু নাইডু। এর পরই তিনি বলেন, ‘এখানে আমাদের মূল্যবোধগুলো এমন ভাবে প্রকাশ করতে হবে যা আগামী প্রজন্ম বা তরুণরা বুঝতে পারে’।
সেতুবন্ধন: নাইডু আবুধাবির প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলেন। একজন ভক্ত তাঁকে জানান, এটি তাঁদের কাছে বাড়ির মতো। এখানে এলে তাঁদের মনে হয় তাঁরা যেন নিজের দেশেই রয়েছে। আসলে এই মন্দিরে দেশের সংস্কৃতি রয়েছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী স্মরণ করিয়ে দেন যে প্রমুখ স্বামী মহারাজের স্বপ্ন মাত্র পাঁচ বছরের মধ্যে বাস্তবের রূপ নিয়েছে।
আধ্যাত্মিক গুরু ব্রহ্মবিহারীদাস স্বামী অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুকে মালা পরিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি চন্দ্রবাবুকে মন্দিরের বিভিন্ন প্রান্ত ঘুরিয়েও দেখান। এই মন্দির বিশ্ব শান্তির জন্য একটি অনন্য মডেল।
চন্দ্রবাবু নাইডু বলেন, ‘কিছু মানুষ ইতিহাস তৈরি করে, এবং আমি এই মন্দিরের উদারমনা ও দূরদর্শী দৃষ্টিভঙ্গিতে যেন সেই ঝলক দেখতে পাই। আপনারা এখানে বিশ্বাসকে প্রযুক্তির সঙ্গে, ঐতিহ্যকে আধুনিকতার সঙ্গে ও এমন এক দৃষ্টিভঙ্গিকে এক ছাতার তলায় নিয়ে এসেছে যা সকল ধর্মের ঊর্ধ্বে গিয়ে মানবতাকে ঐক্যবদ্ধ করে’। চন্দ্রবাবুর এই বক্তব্য প্রমাণ করে যে, দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা এবং গভীর বিশ্বাস থাকলে ইতিহাস সৃষ্টি করা সম্ভব। আগামী দিনগুলিতে এই মন্দির সারা বিশ্বের মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।