TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী
Sep 06, 2023 | 7:58 AM
নয়া দিল্লিতে হতে চলেছে জি-২০ সম্মেলনের প্রধান বৈঠক। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর এই সম্মেলন হবে। এই সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন জি-২০ সদস্য দেশের প্রতিনিধিরা। আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। রাষ্ট্রনেতাদের স্বাগত জানাতে কোনও খামতি রাখছে না কেন্দ্রীয় সরকার। জি-২০ উপলক্ষে সম্পূর্ণ ভোল বদলে গিয়েছে দিল্লির।
আলোকসজ্জা থেকে ফুল, বিভিন্নভাবে সাজিয়ে তোলা হয়েছে গোটা রাজধানীকে। রাস্তায় জি-২০ লেখা আলোকসজ্জা লাগানো হয়েছে।
জি-২০ সম্মেলনের মূল বৈঠক হতে চলেছে প্রগতি ময়দানের ভারত মণ্ডপমে। কয়েকশো কোটি টাকা খরচ করে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে প্রগতি ময়দানের এই কমপ্লেক্স। বসানো হয়েছে ফোয়ারাও।
দিল্লির বুকে বিভিন্ন জায়গায় অতিথিদের স্বাগত জানাতে পোস্টার-হোর্ডিং লাগানো হয়েছে। সেখানে ভারতের মন্ত্র "বসুদেব কুটুম্বকম" স্থান পেয়েছে, যার অর্থ গোটা পৃথিবী আমাদের অতিথি।
ফেলে দেওয়া বিভিন্ন যন্ত্রাংশ দিয়েও অসাধারণ শিল্পকলা তৈরি করা হয়েছে, যা ভারতের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত। যেমন পিতলের টুকরো দিয়ে বানানো এই ময়ূর, যা ভারতের জাতীয় পাখি।
শুধু ভারতেরই নয়। আমন্ত্রিত দেশগুলির জন্য এই বিশেষ শিল্পকলা তৈরি করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার জন্য বানানো হয়েছে ম্যাগপাই পাখি, যা তাদের জাতীয় পাখি।
একইভাবে আর্জেন্টিনার জন্য বানানো হয়েছে পুমা।
এছাড়াও রাস্তার ধারগুলিতে ফুলের গাছ বসিয়ে সৌন্দ্যর্যায়নের ব্যবস্থা করা হয়েছে।