Winter Session of Parliament: বাংলায় মিড ডে মিলে ৪০০০ কোটি টাকার নয়ছয়, CBI তদন্ত হলেই বাকিরা জেলে ঢুকবেন : ধর্মেন্দ্র প্রধান

Winter Session of Parliament: এদিন 'জিরো আওয়ার'-এ কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলে সরব হন সুদীপ বন্দ্য়োপাধ্যায়। তিনি বলেন, বাংলাকে নানাভাবে কেন্দ্র বঞ্চনা করছে। তারই জবাব দিতে গিয়ে ধর্মেন্দ্র প্রধানের মন্তব্য, "এরা গরিবের টাকা লুঠ করে। এদের অর্ধেক মন্ত্রী জেলে আছেন। এদের শিক্ষামন্ত্রী জেলে আছেন। এদের ভয় তদন্ত হলে নেতৃত্ব জেলে যাবে। ভয় থেকে এরা ভবনের সময় নষ্ট করে।"

Winter Session of Parliament: বাংলায় মিড ডে মিলে ৪০০০ কোটি টাকার নয়ছয়, CBI তদন্ত হলেই বাকিরা জেলে ঢুকবেন : ধর্মেন্দ্র প্রধান
সংসদে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 04, 2023 | 8:10 PM

নয়া দিল্লি: বাংলা নিয়ে উত্তাপ বাড়ল লোকসভার শীতকালীন অধিবেশনে। সোমবার তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় সরব হন আবাস যোজনা, ১০০ দিনের কাজ-সহ রাজ্যের বিপুল বকেয়া টাকা নিয়ে। এদিকে সুদীপের বক্তব্যের জবাবে পাল্টা চাঞ্চল্যকর দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বাংলার মিড ডে মিলে (পিএম পোষণ যোজনা) ৪ হাজার কোটি টাকা তছরূপ হয়েছে বলে অভিযোগ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। সিবিআই তদন্তে সবটা সামনে আসবে বলেও মন্তব্য করেন তিনি। একইসঙ্গে ধর্মেন্দ্র প্রধানের মন্তব্য, “এরা গরিবের টাকা লুঠ করে। এদের অর্ধেক মন্ত্রী জেলে আছেন। এদের শিক্ষামন্ত্রী জেলে আছেন। এদের ভয় তদন্ত হলে নেতৃত্ব জেলে যাবে। ভয় থেকে এরা ভবনের সময় নষ্ট করে।”

এদিন ‘জিরো আওয়ার’-এ কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলে সরব হন সুদীপ বন্দ্য়োপাধ্যায়। তিনি বলেন, বাংলাকে নানাভাবে কেন্দ্র বঞ্চনা করছে। এ প্রসঙ্গে তুলে আনেন আবাস যোজনা, ১০০ দিনের কাজের টাকার কথা। এদিকে এই প্রশ্নের জবাব দিতে গিয়েই ধর্মেন্দ্র প্রধান বলেন, “কেন্দ্রীয় সরকারের থেকে বাংলার গরিবদের পয়সা নিয়ে যায়। তারপর সেসবে তোলাবাজি চলে, কাটমানি রাখা হয়।”

এই কথার রেশ টেনেই পিএম পোষণ যোজনার কথা তুলে ধরেন ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেন, “পিএম পোষণ যোজনায় মিড ডে মিল প্রকল্পে ৪ হাজার কোটি টাকার নয়ছয় হয়েছে। সিবিআই তদন্তে সবটা সামনে আসবে।”