CV Ananda Bose: অযোধ্যার রাম মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

CV Ananda Bose visits Ram Janambhoomi: মন্দির সফরের সময়, বাংলার রাজ্যপালকে মন্দিরের নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে জানান নৃপেন্দ্র মিশ্র-চম্পত রাইরা। রাজ্যপালের সরকারি টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, রামলালার মূর্তির সামনে করজোড়ে দাঁড়িয়ে প্রার্থনা করছেন ডা. সিভি আনন্দ বোস।

CV Ananda Bose: অযোধ্যার রাম মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
রাম মন্দিরে বাংলার রাজ্যপাল ডা. সিভি আনন্দ বোসImage Credit source: Twitter

| Edited By: অমর্ত্য লাহিড়ী

Jul 24, 2023 | 2:18 PM

লখনউ: অযোধ্য়ার রাম জন্মভূমি পরিদর্শন করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডা. সিভি আনন্দ বোস। বর্তমানে দিল্লিতে আছেন তিনি। রবিবার (২৩ জুলাই), গিয়েছিলেন উত্তরপ্রদেশে। সফরকালে, অযোধ্যায় রামলালার মন্দির নির্মাণস্থল পরিদর্শন করেন তিনি। তাঁর আগমন উপলক্ষ্যে রাম জন্মভূমিতে উপস্থিত ছিলেন রাম মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত আইএএস অফিসার নৃপেন্দ্র মিশ্র। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই এবং ট্রাস্টের অন্যান্য সদস্যরা। মন্দির সফরের সময়, বাংলার রাজ্যপালকে মন্দিরের নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে জানান নৃপেন্দ্র মিশ্র-চম্পত রাইরা। রাজ্যপালের সরকারি টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, রামলালার মূর্তির সামনে করজোড়ে দাঁড়িয়ে প্রার্থনা করছেন ডা. সিভি আনন্দ বোস। ঘুরে ঘুরে মন্দিরের নির্মাণকাজ পরিদর্শন করতেও দেখা যায় তাঁকে।


অযোধ্যায় রাম মন্দির পরিদর্শনের আগে, বাংলার রাজ্যপাল দেখা করেন উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের সঙ্গে। লখনউয়ের রাজভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার সকালেই আনন্দীবেন প্যাটেলকে ফোন করেছিলেন ডা. সিভি আনন্দ বোস। তারপর, লখনউয়ের রাজভবনে এসে দেখা করেন উত্তর প্রদেশের রাজ্যপালের সঙ্গে। লখনউয়ের রাজভবন সূত্রে জানা গিয়েছে, বাংলার রাজ্যপালকে একটি স্মারক উপহার দিয়ে স্বাগত জানান আনন্দীবেন প্যাটেল। সেই সঙ্গে উপহার দেন রাজভবনের ত্রৈমাসিক পত্রিকা এবং এক শিশি সুগন্ধী। অন্যদিকে উত্তর প্রদেশের রাজ্যপালের জন্য, ডা. সিভি বোস উপহার হিসেবে নিয়ে গিয়েছিলেন তাঁর নিজের লেখা বই, ‘সাইলেন্স সাউন্ডস গুড’।


রবিবার রাতেই দিল্লি ফিরে আসেন রাজ্যপাল। দিল্লিতে বঙ্গভবনে উঠেছেন রাজ্যপাল। সোমবার সকালে বঙ্গভবনে তাঁর সঙ্গে সাক্ষাত করেন ভারতের জি২০ সভাপতিত্বের চিফ কোঅর্ডিনেটর হর্ষ বর্ধন শ্রিংলা। শুধু তাই নয়, এদিন নয়া দিল্লির খান্না মার্কেটের এক দর্জিকেও বিশেষ সম্মান জানিয়েছেন রাজ্যপাল। খান্না মার্কেটের দীলিপ টেইলর্সের অনিল কুমারই গত এক দশক ধরে ডা. সিভি আনন্দ বোসের পোশাক তৈরি করে দেন। তাঁর পেশাদারি দক্ষতার জন্য এদিন অনিল কুমারের হাতে এক বিশেষ শংসাপত্র তুলে দেন তিনি।