AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অস্ত্র অনুশীলনের সময় গুলি লেগে মৃত্যু বাঙালি জওয়ানের

জম্মু-কাশ্মীরের আখনুর সেক্টরে অস্ত্র অনুশীলনের সময় গুলি লেগে মৃত্যু বাঙালি জওয়ানের

অস্ত্র অনুশীলনের সময় গুলি লেগে মৃত্যু বাঙালি জওয়ানের
নিজস্ব ছবি
| Updated on: Feb 23, 2021 | 10:30 PM
Share

জম্মু-কাশ্মীর: সেনা বাহিনীর অস্ত্র অনুশীলন চলাকালীন অসাবধানতাবশতঃ গুলি লেগে মৃত্যু হল বাংলার এক তরুণ জওয়ানের। মৃতের নাম সায়ন ঘোষ (Sayan Ghosh)। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার কাঁচড়াপাড়ায়। তরুণ জওয়ানের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে এলাকায়।

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে জম্মু-কাশ্মীরের আখনুর সেক্টরে চলছিল সেনা অনুশীলন। সকাল সাড়ে দশটা নাগাদ দুর্ঘটনাবশতঃ গুলি লাগে আর্টিলারি রেজিমেন্ট (Artillery Regiment)-এর সেনা সায়নের শরীরে। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। আহত হন আরও দুই জওয়ান। সেনা বাহিনীর মুখপাত্র দেবেন্দ্র আনন্দ জানান, তরুণ জওয়ানের মৃত্যুর ঘটনা দুঃখজনক ঘটনা। তবে কারও গুলি লেগে নাকি নিজের বন্দুকের গুলি থেকেই বাঙালি জওয়ানের মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তরতাজা যুবকের এই মৃত্যুর খবর পৌঁছতেই পরিবারে শোকের ছায়া নেমেছে।

সেনা বাহিনী সূত্রে খবর, এক জওয়ানের মৃত্যু ছাড়াও আরও দুই জওয়ান আহত হয়েছেন। তাঁরা এখন সেনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।