Bengaluru: গাড়ির সিট কভার দিয়ে বন্ধুরা ঢেকে দিল নগ্ন শরীর! তিলোত্তমা-ক্ষোভের মধ্যেই আক্রান্ত কলেজ ছাত্রী

Bengaluru: রবিবার (১৮ অগস্ট) ভোরবেলা বেঙ্গালুরু শহরে এক কলেজ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে। সংবাদ সংস্থা পিটিআই-কে অতিরিক্ত পুলিশ কমিশনার (পূর্ব অঞ্চল) রমন গুপ্তা জানিয়েছেন, শহরের কোরমঙ্গলের এক পাবে বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ওই কলেজ ছাত্রী। ফেরার পথে এক অপরিচিত ব্যক্তির মোটরবাইকে সওয়ার হয়েছিলেন তিনি।

Bengaluru: গাড়ির সিট কভার দিয়ে বন্ধুরা ঢেকে দিল নগ্ন শরীর! তিলোত্তমা-ক্ষোভের মধ্যেই আক্রান্ত কলেজ ছাত্রী
প্রতীকী ছবিImage Credit source: Pixabay
Follow Us:
| Updated on: Aug 18, 2024 | 6:21 PM

বেঙ্গালুরু: কলকাতার আরজি কর কলেজ ও হাসপাতালের প্রশিক্ষণার্থী মহিলা ডাক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে ক্ষোভ ক্রমে বাড়ছে। এরই মধ্যে, রবিবার (১৮ অগস্ট) ভোরবেলা বেঙ্গালুরু শহরে এক কলেজ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে। সংবাদ সংস্থা পিটিআই-কে অতিরিক্ত পুলিশ কমিশনার (পূর্ব অঞ্চল) রমন গুপ্তা জানিয়েছেন, শহরের কোরমঙ্গলের এক পাবে বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ওই কলেজ ছাত্রী। ফেরার পথে এক অপরিচিত ব্যক্তির মোটরবাইকে সওয়ার হয়েছিলেন তিনি। ওই ব্যক্তিই এক নির্জন জায়গায় নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণের চেষ্টা করে। তবে তাঁর নিজের উপস্থিত বুদ্ধিই শেষ পর্যন্ত তাঁকে বাঁচিয়ে দিয়েছে। অভযুক্ত ব্যক্তিকে ধরতে পাঁচটি দল গঠন করেছে বেঙ্গালুরু পুলিশ।

এক ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক জানিয়েছেন, আক্রান্ত যুবতী বেঙ্গালুরুর এক কলেজের শেষ বর্ষের ছাত্রী। তাঁর বাড়ি হেব্বাগোডিতে। রবিবার ভোর ১টা নাগাদ, কোরমঙ্গল থেকে হেব্বাগোডির বাড়িতে ফেরার পথে একজন অজ্ঞাতপরিচয় বাইকারের কাছে লিফট নিয়েছিলেন তিনি। কিন্তু, তাঁকে তাঁর গন্তব্যে নিয়ে যাওয়ার পরিবর্তে ওই ব্যক্তি তাঁকে এক নির্জন জায়গায় নিয়ে যান। বিপদ বুঝে ওই ছাত্রী তাঁর বন্ধুদের জায়গাটির লোকেশন দিয়ে জরুরী বার্তা পাঠিয়েঠিলেন। তারা তৎক্ষণাৎ ছুটে গিয়েছিলেন সেখানে। গিয়ে দেখেন, মাটিতে নগ্ন অবস্থায় পড়ে আছেন তিনি। আর ওই ব্যক্তি অর্ধনগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছে পাশে। তার মুখে আঁচড়ের দাগও ছিল। মেয়েটির বন্ধুরা তাকে তাড়া করে, তবে সে বাইক চালিয়ে পালিয়ে যায়।

নির্যাতিতার বন্ধুরা অবিলম্বে একটি জ্যাকেট দিয়ে তাঁর লজ্জা নিবারণ করেন। পরে, একটি গাড়ির সিট কভার জড়িয়ে দেন তাঁর গায়ে। তারপর, তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। এদিকে, এইচএসআর থানায় ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় এই ঘটনার বিষয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। কেন ওই ব্যক্তির বাইকে উঠেছিলেন যুবতী? ওই ব্যক্তি কি তাঁর পূর্বপরিচিত ছিল? সেই প্রশ্নের উত্তরও খুঁজছে পুলিশ। অতিরিক্ত পুলিশ কমিশনার (পূর্ব অঞ্চল) রমন গুপ্তা জানিয়েছেন, পুলিশকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নির্যাতিতা ও তাঁর আত্মীয়দের সঙ্গে কথা বলেছেন। খুব শীঘ্রই অপরাধীকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)