Bengaluru: ‘বন্ধুদের সঙ্গে সেক্স করলেই ডিলিট হবে সব ছবি’, গ্রেফতার বেঙ্গালুরুর নাচের শিক্ষক

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Aug 01, 2023 | 8:07 PM

পুলিশ জানিয়েছে, ওই নাচের শিক্ষক অবিবাহিত হলেও, তার দুই বন্ধু বিবাহিত। তাদের পরিবারও এই ঘটনা সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে ছিল।

Bengaluru: বন্ধুদের সঙ্গে সেক্স করলেই ডিলিট হবে সব ছবি, গ্রেফতার বেঙ্গালুরুর নাচের শিক্ষক
প্রতীকী ছবি
Image Credit source: Pixabay

Follow Us

বেঙ্গালুরু: ঘনিষ্ঠ মুহূর্তের ছবি-ভিডিয়ো ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছিল প্রাক্তন প্রেমিক। আর সেই হুমকি দিয়েই গত ছয় মাস ধরে ২৩ বছর বয়সী এক যুবতীকে লাগাতার ধর্ষণ করেছে সে। এক বেসরকারি সংস্থায় কাজ করেন ওই যুবতী। শুধু তাই নয়, ওই যুবতীকে ধর্ষণের জন্য ডেকে এনেছিল তার দুই বন্ধুকেও। এমনই গুরুতর অভিযোগ উঠেছে বেঙ্গালুরুর এক নৃত্য প্রশিক্ষকের বিরুদ্ধে। সোমবার তার প্রাক্তন বান্ধবীকে নিয়মিত ব্ল্যাকমেইল করা এবং গণধর্ষন করার অভিযোগে অ্যান্ডি জর্জ নামে ২৮ বছর বয়সী এক নৃত্য প্রশিক্ষককে গ্রেফতার বেঙ্গালুরু পুলিশ। একই সঙ্গে, সন্তোষ (২৮) এবং শশী কুমার (৩০) নামে তার দুই বন্ধুকেও গ্রেফতার করা হয়েছে। তারাও ওই যুবতীকে ধর্ষণে লিপ্ত ছিল বলে অভিযোগ।

বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, এই ঘটনার সূত্রপাত হয় দুই বছর আগে। সোশ্যাল মিডিয়ায় জর্জের সঙ্গে পরিচয় হয়েছিল নির্যাতিতার। সেই সময় পড়াশোনা করতেন ওই যুবতী। দুজনের পরিচয় গড়ায় বন্ধুত্বে, তারপর তাঁদের মধ্যে প্রেমের সম্পর্কও গড়ে উঠেছিল। সেই সময় তাঁরা একসঙ্গে থাকা শুরু করেছিলেন। নিয়মিত দুজনে তাঁদের ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিয়ো রেকর্ড করতেন। সেই রেকর্ডগুলিই পরবর্তী সময়ে নির্যাতিতার জীবনের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। প্রায় এক বছর আগে তাঁদের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছিল। ঝগড়াঝাটি-অশান্তির মধ্য দিয়ে কয়েক মাস কাটার পর, তাঁরা আলাদা হয়ে যাওয়ার সিন্ধান্ত নিয়েছিল। তবে, এই ছাড়াছাড়ি মেনে নিতে পারেনি জর্জ। মনে মনে সে প্রতিশোধ নেওয়ার ষড়যন্ত্র করেছিল। অস্ত্র হয়ে উঠেছিল ঘনিষ্ঠ মুহূর্তের ছবিগুলি।

নির্যাতিতার অভিযোগ অনুযায়ী, ছয় মাস আগে হঠাৎ ওই ছবি ও ভিডিয়োগুলি দিয়ে তাকে ব্ল্যাকমেল করা শুরু করেছিল জর্জ। সেগুলি সোশ্যাল মিডিয়া ফাঁস করে দেবে বলে ভয় দেখিয়েছিল জর্জ। নির্যাতিতা সেগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার না করার অনুরোধ করেছিলেন। জর্জ সাফ জানিয়েছিল, তার এবং তার বন্ধুদের সঙ্গে সঙ্গমে লিপ্ত হলে, তবেই সে ওই ছবি ও ভিডিয়োগুলি ডিলিট করে দেবেন। এরপর, প্রায় ছয় মাস ধরে জর্জ ও তার দুই বন্ধু মিলে নির্যাতিতাকে নিয়মিত ব্ল্যাকমেইল ও ধর্ষণ করে চলে।

অবসাদে ডুবে গিয়েছিলেন ২৩ বছরের ওই যুবতী। এক সময় আর থাকতে না পেরে, পুরো বিষয়টি তাঁর বন্ধুদের জানান তিনি। বন্ধুদের পরামর্শেই তিনি এরপর এই বিষয়ে পুলিশে অভিযোগ জানান। অভিযোগ পেয়ে দ্রুত এই বিষয়ে ব্যবস্থানেয় পুলিশ। তিন অভিযুক্তকেই গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি, অভিযুক্তদের কাছ থেকে তাদের মোবাইল ফোন, একাধিক পেনড্রাইভ এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেগুলি তদন্ত করে দেখছে সাইবার ক্রাইম বিভাগ। পুলিশ আরও জানিয়েছে, জর্জ অবিবাহিত হলেও, সন্তোষ এবং শশী বিবাহিত। তাদের পরিবারও এই ঘটনা সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে ছিল।

Next Article