
পানাজি: ডেস্টিনেশন ওয়েডিং হবে। দক্ষিণ গোয়ায় নিয়ে গিয়েছিলেন প্রেমিকাকে। সেখানে গিয়ে বিয়ে তো হল না, উল্টে যুবতীর দেহ উদ্ধার হল জঙ্গল থেকে। যুবতীকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রেমিককে।
জানা গিয়েছে, কর্নাটকের উত্তর বেঙ্গালুরুর বাসিন্দা সঞ্জয় কেভিন এম। তাঁর সঙ্গে সম্পর্ক ছিল রোশনি মোসেস নামক এক যুবতীর সঙ্গে। সম্প্রতিই তাঁরা সিদ্ধান্ত নেয় যে বিয়ে করবে। সেই উদ্দেশ্যেই গোয়ায় যায় তাঁরা। কিন্তু দিন দুয়েক পর হঠাৎ সঞ্জয় একাই ফেরত চলে আসে।
এদিকে, সোমবার বিকেলে গোয়ার প্রতাপ নগরের জঙ্গল থেকে রোশনির দেহ উদ্ধার হয়। তাঁর শরীরে একাধিক ক্ষতচিহ্ন ছিল, গলা কাটা ছিল। এক কৃষকই প্রথম রক্তাক্ত দেহ দেখতে পায়। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ দেহ উদ্ধার করার পর তদন্ত শুরু করে। তখনই জানা যায় প্রেমিকের সঙ্গে এসেছিলেন যুবতী।
এরপরই খোঁজ করে বেঙ্গালুরু থেকে বছর বাইশের যুবককে গ্রেফতার করা হয়। জেরায় জানা গিয়েছে, বিয়ের পরিকল্পনা করে গোয়ায় গেলেও, দুজনের মধ্যে কোনও কারণ নিয়ে বচসা শুরু হয় এবং দুই দিন আগে সঞ্জয় রোশনিকে গলা কেটে খুন করে। এরপরে তাঁর দেহ জঙ্গলে ফেলে দেয়।
কেন হঠাৎ সঞ্জয় এমন চরম সিদ্ধান্ত নিল, তা জানার চেষ্টা করছে পুলিশ।