AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bengaluru: স্ত্রীয়ের মুখময় হয়ে গড়াচ্ছে আঠা! প্রেম করে বিয়ে করা স্বামীর এ কী আচরণ? তারপরই গেলেন থানায়…

Bengaluru: মূলত, স্ত্রীকে মঞ্জুলাকে সন্দেহের বশেই বাড়ে দাম্পত্য কলহ। আর তা এতটা চড়ে যায় যে মাথা গরমের মধ্য়ে স্ত্রীকে খুন করার চেষ্টা করেন সেই কাঠ মিস্ত্রি। প্রথমে মহিলার শ্বাসরোধ করার চেষ্টা করেন সেই মিস্ত্রি।

Bengaluru: স্ত্রীয়ের মুখময় হয়ে গড়াচ্ছে আঠা! প্রেম করে বিয়ে করা স্বামীর এ কী আচরণ? তারপরই গেলেন থানায়…
প্রতীকী ছবিImage Credit: Meta AI
| Updated on: Feb 15, 2025 | 5:22 PM
Share

বেঙ্গালুরু: প্রেম করে বিয়ে করার সময় হয়তো কখনওই ভাবেননি এই ভালবাসার মানুষটাই একদিন তার প্রাণ নেওয়ার চেষ্টা করবে। বিয়ের পর বছর কয়েক অবধি সবই ঠিক ছিল। সমস্যা তৈরি হয় একটু সময় পড়ে।

ঘটনা বেঙ্গালুরুর নীলামঙ্গলা এলাকার। বছর কতক আগেই সেখানকার স্থানীয় এক কাঠ মিস্ত্রির সিদ্ধিলিঙ্গ স্বামীর সঙ্গে প্রেম করে বিয়ে করেন মঞ্জুলা। বাকিদের মতোই বিয়ের পর প্রথম পর্বটা অনেকটাই সুখের ছিল তার। কিন্তু তারপরেও বাড়ে বিপত্তি।

মূলত, স্ত্রী মঞ্জুলাকে সন্দেহের বশেই বাড়ে দাম্পত্য কলহ। আর তা এতটা চড়ে যায় যে মাথা গরমের মধ্য়ে স্ত্রীকে খুন করার চেষ্টা করেন সেই কাঠ মিস্ত্রি। প্রথমে মহিলার শ্বাসরোধ করার চেষ্টা করেন সেই মিস্ত্রি। এরপর কাঠের কাজে যে আঠা ব্যবহার করত, সেটি দিয়েই তার গোটা মুখময় ঢেকে দেন অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, একেবারের মতো স্ত্রীয়ের মুখ বন্ধ করে দিতেই এমন কাণ্ড ঘটান তিনি।

পুলিশ সূত্রে খবর, রাগের বশেই এই কাণ্ড ঘটান তিনি। কী ভুল করছেন বুঝতে পেরেই ছুটে যান স্থানীয় থানায়। সেখানে গিয়ে তিনি বলেন, ‘আমি আমার স্ত্রীকে মেরে ফেলেছি।’ স্বামীর এহেন স্বীকারোক্তি শুনে মাথায় হাত পড়ে পুলিশের। সঙ্গে সঙ্গে অভিযুক্তের বাড়িতে ছুটে যান তারা। তখনও একেবারে প্রাণটা যায়নি সেই মহিলার। শেষ নিঃশ্বাস গুনছিলেন তিনি। এরপরই আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। আপাতত স্থিতিশীল রয়েছেন সেই মহিলা।