
পড়াশোনা শেষ করে বাড়ি ফিরছিলেন যুবতী। মাত্র ১৯ বছর বয়স। বোনকে আনতে গিয়েছিল ভাই। বিহারের মেয়ে, বাড়ি ফেরার পথে ধর্ষণের স্বীকার। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর কেআর পুরাম রেল স্টেশনের কাছে।
জানা গিয়েছে বুধবার রাত দেড়টা নাগাদ আক্রমণের মুখে পড়েন ওই যুবতী এবং তাঁর ভাই। ট্রেনিং শেষ করে বাড়ি ফিরছিলেন ১৯ বছরের যুবতী। প্রায় রাত ১ টা ১০মিনিটে তাঁরা কেরালার এরনাকুলাম থেকে বেঙ্গালুরুতে কেআর পুরাম রেল স্টেশনে এসে পৌঁছান। এর পরে রাতের ডিনার সারতে মহাদেবপুরায় একটি রেস্তোরাঁয় যান।
পুলিশের উচ্চ পদস্থ কর্তা শিবকুমার জানান, সেই সময় তাঁদের দুই যুবক অনুসরণ করা শুরু করে। পরে তাঁরাই ওই মহিলাকে ধর্ষণ এবং নির্যাতন করে।
জানা যায়, তাঁদের মধ্যে এক যুবক নির্যাতিতার ভাইকে মারধর করে। অন্যজন যুবতীকে নির্জন জায়গায় টেনে নিয়ে গিয়ে হেনস্থা করে।
এই সময় মহিলার চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। অভিযুক্তদের মধ্যে একজনকে ধরতে পারে তাঁরা এবং পুলিশের হাতে তুলে দেয়।
পুলিশ জানিয়েছে অভিযুক্তরা মুলাবাগিলুর বাসিন্দা, বেঙ্গালুরুতে অটো চালকের কাজ করত। শিবকুমার বলেন, “অভিযুক্তদের মধ্যে একজন ধর্ষণ করেছে। নির্যাতিতার ভাইকেও হেনস্থা করেছে। অভিযোগ পেয়েই আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। আমাদের চিতা ইউনিট ২-৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছোয় এবং অভিযুক্তদের একজনকে গ্রেফতার করে। আরেকজন তখন পালিয়ে গেলেও কিছুক্ষণের মধ্যেই ধরা পড়ে।”
ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে কেস রেজিস্টার করে তদন্ত শুরু হয়েছে। ধর্ষণ, অপহরণ, জোর করে আটকে রাখা সহ আরও অভিযোগ আনা হয়েছে।