Black Magic: কালাজাদু করলে ফিরে আসবে এক্স বয়ফ্রেন্ড, জ্যোতিষীকে ৮ লক্ষ টাকা দিয়ে হাত কামড়াচ্ছেন যুবতী

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 23, 2024 | 11:58 AM

Fraud Case: মনে কিছুটা ভয়-সংশয় থাকলেও, ৫০১ টাকা পাঠান যুবতী। এরপরে আহমেদ নামক ওই জ্যোতিষ যুবতী, তাঁর পরিবার ও বন্ধুদের ছবি চান। দিন কয়েক পরেই ওই জ্যোতিষী বলেন, প্রাক্তন প্রেমিককে ফিরে পেতে কালাজাদু করে দেবেন তিনি। এরজন্য ২.৪ লক্ষ টাকা লাগবে। 

Black Magic: কালাজাদু করলে ফিরে আসবে এক্স বয়ফ্রেন্ড, জ্যোতিষীকে ৮ লক্ষ টাকা দিয়ে হাত কামড়াচ্ছেন যুবতী
প্রতীকী চিত্র
Image Credit source: Pixabay

Follow Us

বেঙ্গালুরু: সবকিছুরই মূল্য রয়েছে। প্রেমও তার ব্যতিক্রম নয়। তবে হারিয়ে যাওয়া প্রেমকে ফিরে পেতে গিয়ে লাখ লাখ টাকা খোয়ালেন এক যুবতী। প্রেমিকের সঙ্গে সম্পর্ক ভাঙার পর, আবার তাঁকে জীবনে ফিরে পেতেই ইন্টারনেটে খুঁজে পাওয়া এক জ্যোতিষী দ্বারস্থ হয়েছিলেন যুবতী। ৫০১ টাকা দিয়ে কালাজাদু করে দেবেন। সেই ৫০১ টাকা দিতে গিয়েই কড়কড়ে ৮.২ লক্ষ টাকা খোয়ালেন যুবতী।

ঘটনাটি ঘটেছে কর্নাটকের বেঙ্গালুরুতে। জালাহালির বাসিন্দা বছর পঁচিশের ওই যুবতীর সম্প্রতিই তাঁর প্রেমিকের সম্পর্ক ভেঙে যায়। কিন্তু প্রেমিককে ছাড়তে নারাজ যুবতী। বারংবার প্রেমিকের সঙ্গে যোগাযোগ করেও কোনও সুরাহা না হওয়ায়, শেষ অবধি অনলাইনে এক জ্যোতিষীকে খুঁজে পান। আহমেদ নামক ওই জ্যোতিষ জানান, ওই যুবতীর উপরে কালাজাদু করা হয়েছে। এই কালাজাদু তুলতে ৫০১ টাকা লাগবে।

মনে কিছুটা ভয়-সংশয় থাকলেও, ৫০১ টাকা পাঠান যুবতী। এরপরে আহমেদ নামক ওই জ্যোতিষ যুবতী, তাঁর পরিবার ও বন্ধুদের ছবি চান। দিন কয়েক পরেই ওই জ্যোতিষী বলেন, প্রাক্তন প্রেমিককে ফিরে পেতে কালাজাদু করে দেবেন তিনি। এরজন্য ২.৪ লক্ষ টাকা লাগবে।

তারও কয়েক দিন পর ওই জ্যোতিষী আবার ১.৭ লক্ষ টাকা চান। এবার সন্দেহ হয় যুবতীর। টাকা দিতে অস্বীকার করাতেই জ্যোতিষী তাঁকে ব্ল্যাকমেইল করতে শুরু করে। ওই যুবতী ও তাঁর প্রেমিকের ঘনিষ্ঠ ছবি ফাঁস করে দেওয়ার হুমকি দেয়। বাধ্য হয়ে আবারও ৪ লক্ষ ১০ হাজার টাকা পাঠাতে বাধ্য় হয় যুবতী

বাড়িতে গোটা বিষয়টি জানাজানি হতেই যুবতীর মা-বাবা পুলিশের কাছে যাওয়ার পরামর্শ দেয়। এরপরই জালাহালি পুলিশ স্টেশনে এফআইআর করেন যুবতী। অভিযুক্ত ওই ব্যক্তির খোঁজ করছে পুলিশ।

Next Article