Netanyahu dials Modi: ‘অপারেশন রাইজিং লায়ন’-র পর মোদীকে ফোন নেতানিয়াহুর, কী বার্তা দিল ভারত?

Netanyahu dials Modi: অপারেশন রাইজিং লায়নের পরই বিশ্বের একাধিক দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে কথা বলেন নেতানিয়াহু। ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইজরায়েল কেন এই অভিযান চালাতে বাধ্য হল, সে বিষয়ে বিস্তারিত জানান।

Netanyahu dials Modi: অপারেশন রাইজিং লায়ন-র পর মোদীকে ফোন নেতানিয়াহুর, কী বার্তা দিল ভারত?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুImage Credit source: PTI

Jun 13, 2025 | 8:27 PM

নয়াদিল্লি: মধ্যপ্রাচ্যে উত্তেজনা। ইরানের তেহরান ও আশপাশের এলাকায় পরমাণু ও সেনা ঘাঁটিতে অভিযান চালিয়েছে ইজরায়েলি সেনা। কেন অভিযান চালানো হল তেহরানে, তা জানিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলার এক্স হ্যান্ডলে মোদী লেখেন, এই অঞ্চলে দ্রুত শান্তি প্রতিষ্ঠায় জোর দিতে ইজরায়েলের প্রধানমন্ত্রীকে ভারত বার্তা দিয়েছে।

তেহরান ও আশপাশের এলাকায় ইজরায়েলি সেনার ‘অপারেশন রাইজিং লায়ন’-র পর ইজরায়েলের ডিফেন্স ফোর্সের মুখপাত্রের দাবি, ইরান পরমাণু বোমা বানাচ্ছিল। তা থেকে ইজরায়েলকে রক্ষা করতেই এই অভিযান চালানো হয়েছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করেন, ইরানের পরমাণু ও মিসাইল ঘাঁটিগুলিকে নিশানা করে অভিযান শুরু করেছে ইজরায়েলি মিলিটারি। এই আক্রমণকে তিনি ইজরায়েলের অস্তিত্ব রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ বলে উল্লেখ করেন।

একইসঙ্গে নেতানিয়াহু বার্তা দেন, “ইরানের সাধারণ মানুষের সঙ্গে আমাদের যুদ্ধ নয়, আমাদের লড়াই ইরানের স্বৈরাচারের বিরুদ্ধে। ইজরায়েলের অস্তিত্ব টিকিয়ে রাখতে ইরানের হুমকির বিরুদ্ধে আমরা টার্গেট মিলিটারি অপারেশন শুরু করেছি। যতদিন সময় লাগে, লাগুক, এই অভিযান চলবে।”

অপারেশন রাইজিং লায়নের পরই বিশ্বের একাধিক দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে কথা বলেন নেতানিয়াহু। ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইজরায়েল কেন এই অভিযান চালাতে বাধ্য হল, সে বিষয়ে বিস্তারিত জানান। বর্তমান পরিস্থিতি ভারতের প্রধানমন্ত্রীকে জানান ইজরায়েলের প্রধানমন্ত্রী। নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলার পর এক্স হ্যান্ডলে মোদী লেখেন, “ইজরায়েলের প্রধানমন্ত্রীর কাছ থেকে ফোন পেয়েছি। বর্তমান পরিস্থিতি বর্ণনা করেছেন। ভারতের উদ্বেগের কথা জানিয়েছি। দ্রুত শান্তি প্রতিষ্ঠা এবং এই অঞ্চলে স্থিতিশীলতার উপর জোর দেওয়া নিয়ে আলোচনা হয়েছে।”